রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বাজেটে তরুণদের জন্য কী থাকছে

বাজেট ২০২৫-২৫। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাজেট ২০২৫-২৫। ছবি : কালবেলা গ্রাফিক্স

দেশের উন্নয়নে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে (২০২৫-২৬) ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (০২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

এ সময় তরুণ উদ্যোক্তা ও যুবসমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটে যেসব সুবিধা বাড়ানো হয়েছে তার বিস্তারিত জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘যুবসমাজের অমিত শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষ যুবশক্তি গড়ে তোলা এবং তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করছি। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে প্রদত্ত যুব ঋণের সিলিং বৃদ্ধি করে সর্বোচ্চ দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সফল যুব উদ্যোক্তাদের জন্য ঋণের সিলিং বৃদ্ধি করে পাঁচ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। এ ছাড়া তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ১০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করেছেন বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘তরুণ উদ্যোক্তাদের জন্য এমন তহবিল এবারই প্রথম। পাশাপাশি ২০২৮ সালের ডিসেম্বরেরন মধ্যে নয় লাখ যুবকের জন্য প্রশিক্ষণ ও ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের জন্যও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করা হয়েছে। গত জানুয়ারি থেকে দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী ২৮ হাজার ৮০০ যুবকের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম শুরু হয়েছে। তরুণ-যুবাদের দেশের উন্নয়নে আরও গভীরভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে আগামী অর্থবছরে ‘তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’ কারিগরি প্রশিক্ষণের ব্যাপারে জোর দিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে অভ্যন্তরীণ ও বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যুগোপযোগী করে গড়ে তোলার জন্য কারিগরি প্রশিক্ষণ কারিকুলাম তৈরি করে বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ সনদপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি, চাহিদা নিরূপণ, চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন এবং কারিকুলাম অনুযায়ী শিক্ষা/ প্রশিক্ষণ প্রদান করে চাকরি নিশ্চিত করার লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও একাডেমিয়া-এর মধ্যে যোগসূত্র স্থাপনের কার্যক্রম চলমান আছে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার চলমান ধারা অব্যাহত রাখার জন্য রপ্তানিমুখী এবং ক্ষুদ্র ও মধ্য­ পর্যায়ের শিল্পসমূহকে বৈশ্বিক উচ্চ ভ্যালু চেইনের সাথে সংযুক্ত করার এবং প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে যার মাধ্যমে প্রায় দুই লাখ ২০ হাজার জনকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে প্রণীত হয়েছে। এবারের বাজেটটি বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

বিগত বছরগুলোতে প্রতিবার বাজেট দেওয়া হতো জুনের প্রথম দিকে যে কোনো বৃহস্পতিবার। পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই এবার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে বন্যায় উদ্ধারকারী নৌকা ডুবে ৫ জনের প্রাণহানি

চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে কখন?

ভোলায় নিজ ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা

যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে বিক্ষোভ, গ্রেপ্তার ৪ শতাধিক

নাইজেরিয়ার একটি গ্রামে নিহত ৬৩

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ৬ পদে বড় নিয়োগ

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

এনসিপির আন্তর্জাতিক সেলে রয়েছেন যারা

নিয়োগ দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন করুন আজই

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১০

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

৭ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৭ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

১৩

প্রশাসনের ষড়যন্ত্রে জনের প্রার্থিতা বাতিল হয়েছে : সম্প্রীতির ঐক্য

১৪

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

১৫

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

১৬

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা

১৭

জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব

১৮

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

১৯

পুঁচকে অ্যান্ডোরার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাড়মেড়ে জয়

২০
X