কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ এএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ দেশ গড়তে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে : হাবিব

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা
ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ছবি : কালবেলা

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ বাংলাদেশ। যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। এ লক্ষ্য অর্জনে তরুণ সমাজকেই সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়াম ঢাকা-৯ ইউথ ভয়েসের উদ্যোগে তরুণদের ভাবনা শীর্ষক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী ও পুরুষের মধ্যে ভেদাভেদে তিনি বিশ্বাস করেন না। নিরাপদ থাকার অধিকার নারী-পুরুষ সবার। তবে বাস্তবতার আলোকে নারীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে, কারণ আমরা এখনও এমন একটি পরিবেশ গড়ে তুলতে পারিনি যেখানে সবাই সমানভাবে নিরাপদ।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে নারী ও পুরুষের মধ্যে আলাদা করে ভাবার প্রয়োজন হয় না, কারণ সেখানে নিরাপত্তা ও সামাজিক পরিবেশ নিশ্চিত। অনেক ক্ষেত্রে নারীরাই পুরুষদের চেয়ে এগিয়ে থাকে। বাংলাদেশেও নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে হয়তো প্রশ্ন উঠবে তরুণদের পিছনে ফেলে এগিয়ে যাওয়া নারীদের সঙ্গে তাল মিলিয়ে পুরুষরা কী করবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমার কোনো বোন, মা কিংবা তরুণীর প্রতি যেন কোনো ছেলে এমন আচরণ না করে, যাতে সে কষ্ট পায় বা দেশের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়। আমরা চাই প্রতিটি নারী নিরাপদ থাকুক, সম্মানের সঙ্গে সমাজে এগিয়ে যাক। এই দায়িত্ব তরুণদেরই নিতে হবে, আর ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে সবার আগে থাকব।

আরেক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে সন্ত্রাসমুক্ত এলাকা গঠনে তরুণদের ভূমিকা নিয়ে তিনি বলেন, সন্ত্রাস কখনো ভালো কিছু তৈরি করতে পারে না। আমাদের ভেতরের রাগ, ক্ষোভ ও আগুন সন্ত্রাসে নয় প্রতিবাদে ব্যবহার করতে হবে। যারা দেশকে ধ্বংস করতে চায়, গণতন্ত্রকে হত্যা করতে চায়, আমাদের তাবেদার বানাতে চায় এই শক্তির বিরুদ্ধেই আমাদের সাহস খাটাতে হবে।

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্ত্রাস নয়, প্রতিবাদকে বেছে নিতে হবে। নিজের সাহসকে দেশপ্রেমে রূপান্তর করতে পারলেই একটি মানবিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ১৯৭১-এর মুক্তিযুদ্ধে শহীদদের এবং জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

তরুণ প্রজন্মের উদ্দেশে হাবিব বলেন, বাংলাদেশ আজ আপনাদের স্বপ্নের ওপর দাঁড়িয়ে আছে। আমি আপনাদের চোখে আগামীর বাংলাদেশ দেখি। রাজনীতি মানে ক্ষমতা নয় রাজনীতি মানে দায়িত্ব। আপনারা যদি সাহসী হন, যদি ইনসাফ ভিত্তিক ও তাবেদার মুক্ত বাংলাদেশ চান, তাহলে আপনাদেরই সামনে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ঐক্য, সাহস ও প্রতিবাদের শক্তিতে বলীয়ান হয়ে তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে একটি মানবিক, নিরাপদ ও সম্প্রীতির বাংলাদেশ।

এ সময় হাবিবুর রশিদ হাবিব আগামীর বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই পরিচালকের পদত্যাগ দাবিতে অনড় ক্রিকেটাররা, বিসিবির আশ্বাসেও গলছে না মন

দায়ের আঘাতে আহত বিড়াল, থানায় অভিযোগ

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে 

যেসব ফল নিয়মিত খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

৭৮টি ঘুমের ওষুধ খেয়েও কীভাবে বেঁচে আছেন দেবলীনা

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

তেহরানে সাময়িকভাবে বন্ধ হলো ব্রিটিশ দূতাবাস

চট্টগ্রামে প্রায় এক লাখ পোস্টাল ভোট, প্রভাব রাখবে গণভোটেও

বিবাহবার্ষিকীতে ডিভোর্স লেটার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি

১০

এবার কোপা থেকেও রিয়ালের লজ্জার বিদায়

১১

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি রতন

১২

বায়ুদূষণে বিশ্বচ্যাম্পিয়ন ঢাকা

১৩

সেলস অফিসার পদে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১৪

৭ ডিগ্রির ঘরে তেঁতুলিয়ার তাপমাত্রা, বইছে শৈত্যপ্রবাহ

১৫

আমান আযমীকে কী বললেন তারেক রহমান 

১৬

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

১৭

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

১৯

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

২০
X