শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করে সংখ্যালঘুদের আস্থা অর্জন করুন : রাণা দাশগুপ্ত

রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

বিগত নির্বাচনী ইশতেহারে সরকারি দলের সংখ্যালঘুবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তপশিল ঘোষণার আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করে সংখ্যালঘুদের আস্থা অর্জন করুন।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময়ের সময় তিনি একথা বলেন।

আগামী ২২-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও গণসমাবেশ এবং ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কর্মসূচি সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা হরিজন, তেলেগু, রবিদাস, চা বাগানের সম্প্রদায় অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যেও যারা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার, তাদের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি করেছিলাম।

আমাদের দাবিকে ধারণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের বিগত নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের অঙ্গীকার করেছিল। এই আইন প্রণয়নের লক্ষ্যে সরকার একটি বিল তৈরি করলেও কোনো এক অদৃশ্য কারণে সংসদে বিলটি উত্থাপন করা হচ্ছে না। একইভাবে সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি আইন সহসংখ্যালঘু স্বার্থবান্ধব অন্যান্য নির্বাচনী অঙ্গীকারও সরকার বাস্তবায়ন করেনি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ। অথচ স্বাধীন দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বৈষম্য অর্ধ শতাব্দীতেও কোনো সরকারই নিরসন করেনি। বরং দিনে দিনে বৈষম্য বেড়েছে, সংখ্যালঘুদের অধিকারের ক্ষেত্র কমেছে।

সভায় অ্যাডভোকেট দাশগুপ্ত আরও বলেন, আমরা সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আমরা একইসাথে রাজপথের আন্দোলন এবং সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব। আজ স্বাধীনতার শত্রু তথা সাম্প্রদায়িক অপশক্তি সমাজে ছেয়ে গেছে, সরকারি দল ও প্রশাসনের অভ্যন্তরের ঢুকে গেছে।

রাণা দাশগুপ্ত বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সংখ্যালঘুদের ওপর যেসব হামলা-নির্যাতন ঘটেছে, তার সাথে সাম্প্রদায়িক অপশক্তি যেমন জড়িত, সরকারি দলের অভ্যন্তরে ঘাঁপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তিও তেমনিভাবে জড়িত। আজকের বাস্তবতা হলো, প্রধানমন্ত্রী ছাড়া তার দলের কোনো নেতার ওপর সংখ্যালঘুদের কোনো আস্থা নেই।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রাণা দাশগুপ্ত বলেন, নির্বাচনী তপশিল ঘোষণার আগেই আপনার বিগত নির্বাচনী ওয়াদা পূরণ করেই আপনাকে সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে।

ধলপুর তেলেগু কলোনিতে তেলেগু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধলপুর তেলেগু সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি গৌরমূর্তি কামাল মাঙ্গালাগিরি। ধলপুর শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ভিক্কি রাজের সঞ্চালনায় বক্তব্য দেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, ধলপুর তেলেগু সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক যোসেফ উডুকুলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে বিভিন্ন দল থেকে তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নুরকে বহিষ্কারের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল

পরীক্ষার্থীর কান থেকে বের করা হলো ইলেকট্রনিক ডিভাইস, আটক ৫১

যে কারণে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

১২০ বছর বয়সি বৃদ্ধার সঙ্গে নুরুদ্দিন আহাম্মেদ অপুর কুশল বিনিময়

অবশেষে জয়ের স্বাদ পেল নোয়াখালী

আধুনিক শরীয়তপুর গড়তে সবার দোয়া চাই : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিএনপির বিদ্রোহী প্রার্থীদের প্রতি নজরুল ইসলামের সতর্কতা

বগুড়ার জিয়াবাড়ি সাজছে নতুন রূপে

‘মুস্তাফিজের জায়গায় লিটন বা সৌম্য হলে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই?’

১০

তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল

১১

প্রিয় মাতৃভূমির বদনখানি মলিন হতে দেব না : শিক্ষা সচিব

১২

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান 

১৩

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে

১৪

গণঅধিকার থেকে নুরুকে বহিষ্কারের তথ্যটি ভুয়া

১৫

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৬

পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চায় : সালাহউদ্দিন আহমদ

১৭

হ্যাটট্রিক করে বিপিএলে মৃত্যুঞ্জয়ের অনন্য কীর্তি

১৮

রেকর্ড দরপতনে ইরানের রিয়াল, ডলার ছাড়াল ১৪ লাখ ৭০ হাজার

১৯

বিপিএল ছাড়ার হুমকি ঢাকা ক্যাপিটালসের

২০
X