রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৪ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

তপশিল ঘোষণার আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করে সংখ্যালঘুদের আস্থা অর্জন করুন : রাণা দাশগুপ্ত

রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা
রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময় সভায় উপস্থিত অতিথিরা। ছবি : কালবেলা

বিগত নির্বাচনী ইশতেহারে সরকারি দলের সংখ্যালঘুবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়ন না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, তপশিল ঘোষণার আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করে সংখ্যালঘুদের আস্থা অর্জন করুন।

আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ধলপুরে তেলেগু সম্প্রদায়ের সঙ্গে মতিবিনময়ের সময় তিনি একথা বলেন।

আগামী ২২-২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅনশন ও গণসমাবেশ এবং ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ কর্মসূচি সামনে রেখে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, আমরা হরিজন, তেলেগু, রবিদাস, চা বাগানের সম্প্রদায় অর্থাৎ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যেও যারা অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের শিকার, তাদের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য বিলোপ আইন প্রণয়নের দাবি করেছিলাম।

আমাদের দাবিকে ধারণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের বিগত নির্বাচনী ইশতেহারে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের অঙ্গীকার করেছিল। এই আইন প্রণয়নের লক্ষ্যে সরকার একটি বিল তৈরি করলেও কোনো এক অদৃশ্য কারণে সংসদে বিলটি উত্থাপন করা হচ্ছে না। একইভাবে সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি আইনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি আইন সহসংখ্যালঘু স্বার্থবান্ধব অন্যান্য নির্বাচনী অঙ্গীকারও সরকার বাস্তবায়ন করেনি। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ। অথচ স্বাধীন দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বৈষম্য অর্ধ শতাব্দীতেও কোনো সরকারই নিরসন করেনি। বরং দিনে দিনে বৈষম্য বেড়েছে, সংখ্যালঘুদের অধিকারের ক্ষেত্র কমেছে।

সভায় অ্যাডভোকেট দাশগুপ্ত আরও বলেন, আমরা সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আমরা একইসাথে রাজপথের আন্দোলন এবং সরকারের সাথে আলোচনা চালিয়ে যাব। আজ স্বাধীনতার শত্রু তথা সাম্প্রদায়িক অপশক্তি সমাজে ছেয়ে গেছে, সরকারি দল ও প্রশাসনের অভ্যন্তরের ঢুকে গেছে।

রাণা দাশগুপ্ত বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত সংখ্যালঘুদের ওপর যেসব হামলা-নির্যাতন ঘটেছে, তার সাথে সাম্প্রদায়িক অপশক্তি যেমন জড়িত, সরকারি দলের অভ্যন্তরে ঘাঁপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তিও তেমনিভাবে জড়িত। আজকের বাস্তবতা হলো, প্রধানমন্ত্রী ছাড়া তার দলের কোনো নেতার ওপর সংখ্যালঘুদের কোনো আস্থা নেই।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রাণা দাশগুপ্ত বলেন, নির্বাচনী তপশিল ঘোষণার আগেই আপনার বিগত নির্বাচনী ওয়াদা পূরণ করেই আপনাকে সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে।

ধলপুর তেলেগু কলোনিতে তেলেগু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ধলপুর তেলেগু সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি গৌরমূর্তি কামাল মাঙ্গালাগিরি। ধলপুর শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ভিক্কি রাজের সঞ্চালনায় বক্তব্য দেন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সহসাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, ধলপুর তেলেগু সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক যোসেফ উডুকুলা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকবার চেষ্টা করে দেখি : মাহফুজ আলম

১১ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বরিশালে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

৯ ঘণ্টা পর আইন বিভাগের সেই শিক্ষককে ছাড়ল চবি প্রশাসন

জমি নিয়ে বিরোধে ধস্তাধস্তি, একজনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে নিহত ১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে জমিয়ত নেতা নিহত

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫১, হারালেন ১ জন

সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আইইবির দোয়া ও শীতবস্ত্র বিতরণ

১০

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৮

১১

কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না : রবিউল আলম

১২

রবীন্দ্র কুঠিবাড়ির বকুলতলায় স্পাইনাল কর্ড ইনজুরিদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

১৩

আ.লীগের মতোই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ

১৪

কবিতা মানুষের মনে সৌন্দর্য, অনুভূতি ও ভাবনা নিয়ে আসে : আবদুল্লাহ আবু সায়ীদ

১৫

খালেদা জিয়া ছিলেন জাতীয়তাবাদী শক্তির আদর্শ : পিএনপি

১৬

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে : মিঠু

১৭

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

১৮

আ.লীগকে প্রশ্রয়দাতাদের প্রতিরোধ করতে হবে : মির্জা আব্বাস

১৯

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

২০
X