কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০১:৪১ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ
খতমে নবুওয়াতের বিবৃতি

উপদেষ্টা শারমিন মুরশিদের বক্তব্য মানহানিকর

খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত
খতমে নবুওয়ত বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেছেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ সচিবালয়ে তার প্রদত্ত একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি।

মাওলানা রাব্বানী বলেন, তিনি কুমিল্লার মুরাদনগরের ন্যক্কারজনক ধর্ষণের ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দেশের হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার সম্মানিত দ্বীনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কালিমা লেপনের করার অপচেষ্টা চালিয়েছেন। তার এই বক্তব্য শুধু অযৌক্তিকই নয়; বরং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের অংশ বলেই আমরা মনে করছি।

তিনি বলেন, আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই; এদেশের মাদ্রাসাগুলো মহান আল্লাহ তাআলার ভয় ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চরিত্র গঠনে ভূমিকা পালন করা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে লাখ লাখ ছাত্র জীবনের মূল্যবান সময় দিয়ে ইলম ও আমলের প্রশিক্ষণ নিচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা বলে পুরো একটি শ্রেণিকে কলঙ্কিত করা চরম অন্যায় ও ঘৃণিত মানসিকতার পরিচয়।

তিনি আরও বলেন, শারমিন এস মুরশিদের এ বক্তব্যের পেছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ঢাকায় স্থাপন ও সমকামী দূত নিয়োগের মতো বিতর্কিত ইস্যুতে জনগণের দৃষ্টিকে অন্যদিকে প্রবাহিত করতেই এ ধরনের ধর্মবিদ্বেষী ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হয়েছে। আমরা মনে করি, এটি শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করার নামান্তর। পাশাপাশি দেশপ্রেমিক অসম্প্রদায়িক নাগরিকদের সম্মিলিত ঐক্যবদ্ধ চেতনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।

মাওলানা রাব্বানী বলেন, শারমিন এস মুরশিদকে তার মন্তব্যের জন্য জাতির সামনে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে অবিলম্বে তিনি নিজে পদত্যাগ করবেন অথবা তাকে সরকারকে অপসারণ করতে হবে। ভবিষ্যতে কোনো সরকারি দায়িত্বশীল ব্যক্তি যেন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে এ ধরনের দায়িত্বহীন, অসত্য ও উসকানিমূলক মন্তব্য না করে, সে বিষয়ে প্রয়োজনীয় বিধি-নিষেধ আরোপ করে আইন পাস করতে হবে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষার সম্মান ও মর্যাদা রক্ষায় রাষ্ট্রীয় পর্যায়ে সুরক্ষা নিশ্চিত করতে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

খতমে নবুওয়তের মহাসচিব আরও বলেন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত করতে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলতে আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহতায়ালা আমাদের ইমান ও আক্বিদা হেফাজত করে ধর্মীয় শিক্ষার মান অক্ষুণ্ন রাখার তৌফিক দান করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় পৌঁছায়নি জব্দ করা ১৬০ কেজি গাঁজা, ২ পুলিশ বরখাস্ত

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কত

ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, যা বলল ভারত সরকার

ঢাকার শীত নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

আলেপ্পোর শেখ মাকসুদে তীব্র সংঘর্ষ

টিভিতে আজকের যত খেলা

থানায় সালিশে গিয়ে আটক জাতীয় পার্টির নেতা

বড় চমক রেখে বিশ্বকাপের জন্য আয়ারল্যান্ডের দল ঘোষণা

১০ জানুয়ারি : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বগুড়ায় প্রথম সফল বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট

১০

১৩ ঘণ্টার ব্যবধানে এক্সপ্রেসওয়েতে নিহত ৩

১১

১০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১২

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

১৮ লাখ টাকা রেটে চুক্তি, প্রশ্নফাঁস চক্রের হোতাসহ আটক ১৮ 

১৪

বিক্ষোভে উত্তাল ইরানে নিহত অর্ধশতাধিক

১৫

গাজীপুরে তিতাসের গ্যাস লিকেজ, ৩০০ ফুট এলাকাজুড়ে আগুন

১৬

ভেনেজুয়েলা থেকে আসা তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

খালেদা জিয়ার মতো নেত্রী এ দেশে আর আসবেন না : শামা ওবায়েদ

১৯

যুবদল নেতাকে বহিষ্কার

২০
X