মেট্রোরেলের পিলারে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শীর্ষক গ্রাফিতি অঙ্কন কর্মসূচি চলছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উদ্যোগে। বিষয়টি উপদেষ্টা আসিফের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইডিয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চলছে ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ গ্রাফিতি অঙ্কন। রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প।
এতে বলা হয়, দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ কার্যক্রম বাস্তবায়ন করছে। এ ছাড়াও গণঅভ্যুত্থানকে স্মরণে রাখতে মাসজুড়ে থাকছে আরও নানা আয়োজন।
মন্তব্য করুন