কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিসহ ১৪৪ দল ইসির প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নিবন্ধনের জন্য আবেদন করা নতুন ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়নি। এসব আবেদনে বিভিন্ন ত্রুটি ও অসঙ্গতি পাওয়া গেছে। এসব ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দলগুলোকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে চিঠি পাঠাবে কমিশন।

মঙ্গলবার (১৫ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।

তিনি বলেন, প্রথম ধাপে ৬২টি দলকে ত্রুটি সংশোধনের জন্য চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে বাকি দলগুলোকেও একইভাবে চিঠি পাঠানো হবে। দলগুলোকে ১৫ দিনের মধ্যে আবেদনপত্রে থাকা ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এর আগে, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন গ্রহণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। তবে জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দল আবেদন করায় ইসি সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করে। নির্ধারিত সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।

আইন অনুযায়ী, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে হলে একটি দলের কেন্দ্রীয় কমিটি, দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় ও ১০০টি উপজেলায় কার্যকর কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটির সঙ্গে কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণও জমা দিতে হয়। এ ছাড়া, দলের কেউ যদি আগের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন বা আগের নির্বাচনে কমপক্ষে পাঁচ শতাংশ ভোট পেয়ে থাকে, তাহলেও তা নিবন্ধনের যোগ্যতার মধ্যে পড়ে। এসব প্রধান শর্ত ছাড়াও আরও কিছু নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হয়, যেগুলো প্রাথমিক বাছাইয়ে কমিশন গুরুত্ব দিয়ে বিবেচনা করে।

নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন পাওয়ার পর প্রথম ধাপে নির্বাচন কমিশন প্রাথমিক যাচাই-বাছাই করে। এরপর দলগুলোর তথ্য সরেজমিনে তদন্ত করা হয়। এরপর কমিশন দাবি ও আপত্তির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। কোনো আপত্তি উঠলে শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি করা হয়। আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দল তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ পায় না।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সস্প্রতি আদালতের আদেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও ইসি কেবল জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

আরও বাড়ল স্বর্ণের দাম

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১০

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

১১

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

১২

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

১৩

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

১৪

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

১৫

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

১৬

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

১৭

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

১৮

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

১৯

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

২০
X