কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজনীতিক, মানবাধিকার কর্মী এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফরে আসছেন। ১ দিনের সংক্ষিপ্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা, তরুণ উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন কালবেলাকে এমনটা জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র।

নুরুল ইজ্জাহ আনোয়ার আজ শনিবার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের। সূত্র বলছে বাংলাদেশ সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন।

তিনি বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মধ্যাহ্নভোজ সারবেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক অভিঘাত, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে গভীর আলোচনা করবেন বলে জানা যায়।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা : সম্মেলন শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

রাজনৈতিক বৈঠক : নুরুল ইজ্জাহ আনোয়ার এই সফরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানায় একই সূত্র। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, জামায়াতের সঙ্গে তার এই বৈঠক আগামীকাল সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে সময় ও স্থান পরিবর্তন করা হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে কালবেলাকে জানায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র। তবে জামায়াত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন না নুরুল ইজ্জাহ আনোয়ার।

এদিকে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের আগে ফরহাদ মজহারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তার সঙ্গে বৈঠক শেষে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির ঘটনা নিয়ে উমামার স্ট্যাটাস

নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র

নিষেধাজ্ঞায় থাকা মেসিকে ছাড়া মায়ামির গোলশূন্য ড্র

নদীতে নিখোঁজের তিন দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সোনাক্ষীকে নিয়ে স্বামীর আফসোস

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

২৭ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী

জুলাই আন্দোলনে বেশি ভূমিকা বিএনপির : আমীর খসরু

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

১০

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১১

১১ দিনেও উদ্ধার হয়নি কর্ণফুলীতে ডুবে যাওয়া জাহাজ

১২

দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

১৩

গণযোগাযোগ অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদনের সময় মাত্র ২ দিন

১৪

এইচএসসি পাসে লাজ ফার্মায় চাকরির সুযোগ

১৫

গাজার অবস্থা ভয়াবহ, খাবার না পেয়ে মরছে মানুষ

১৬

আজ দেশে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৭

থানার পাশের পুকুরে যুবকের মরদেহ, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

১৮

ভয়াবহ দাবানলে দিশেহারা গ্রিস, চাইছে সাহায্য

১৯

নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না : হাসনাত

২০
X