কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১১:০৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

রাতে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজনীতিক, মানবাধিকার কর্মী এবং মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার ঢাকা সফরে আসছেন। ১ দিনের সংক্ষিপ্ত এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাজনৈতিক নেতা, তরুণ উদ্যোক্তা এবং শিক্ষাবিদদের সঙ্গে মতবিনিময় করবেন কালবেলাকে এমনটা জানায় সংশ্লিষ্ট একাধিক সূত্র।

নুরুল ইজ্জাহ আনোয়ার আজ শনিবার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। তাকে স্বাগত জানানোর কথা রয়েছে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের। সূত্র বলছে বাংলাদেশ সফরকালে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন।

তিনি বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মধ্যাহ্নভোজ সারবেন। পরে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনের প্রেক্ষাপটে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এর তাৎপর্য ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘জুলাই বিপ্লব ২০২৪-এর উত্তরাধিকার : বাংলাদেশের পুনর্গঠন’ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে বক্তারা জুলাই বিপ্লবের রাজনৈতিক ও সামাজিক অভিঘাত, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার নিয়ে গভীর আলোচনা করবেন বলে জানা যায়।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা : সম্মেলন শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা করবেন। বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। সাক্ষাতে জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের কূটনৈতিক অবস্থান, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

রাজনৈতিক বৈঠক : নুরুল ইজ্জাহ আনোয়ার এই সফরে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানায় একই সূত্র। আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কন্যা। সংশ্লিষ্ট সূত্র বলছে, জামায়াতের সঙ্গে তার এই বৈঠক আগামীকাল সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হবার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে সময় ও স্থান পরিবর্তন করা হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে কালবেলাকে জানায় আরেকটি নির্ভরযোগ্য সূত্র। তবে জামায়াত ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছেন না নুরুল ইজ্জাহ আনোয়ার।

এদিকে প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগের আগে ফরহাদ মজহারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। তার সঙ্গে বৈঠক শেষে রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হানিমুন থেকে ফিরে খুনসুটিতে রাজ-সামান্থা

নিরাপদ মা ও সুস্থ শিশুর জন্য গর্ভকালীন পরিচর্যার গুরুত্ব

দেশকে নেতৃত্বহীন করতে হাদির ওপর হামলা, বহুজন হিট লিস্টে : আসিফ মাহমুদ

হাদিকে হত্যাচেষ্টা, সন্দেহের তালিকায় ৪ জন

‎শিক্ষার পাশাপাশি আমাদের দেশপ্রেম থাকতে হবে : রিতা

হাদির ওপর হামলা / আটকের পর যা বললেন মোটরসাইকেল মালিক হান্নান 

৪০০ কোটির দ্বারপ্রান্তে ‘ধুরন্ধর’

ব্রাজিল সমর্থকদের জন্য বড় সুসংবাদ

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

হাদিকে গুলি, ফয়সালের সব ব্যাংক হিসাব জব্দ

১০

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ড. খন্দকার মোশাররফ

১১

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সম্পর্কে যা জানা গেল

১২

গাজায় হামলা চালিয়ে শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

১৩

কোথায় হারালেন সৌরভ-দর্শনা?

১৪

বিপিএল মাতাতে আসছেন দু’বারের বিশ্বকাপজয়ী তারকা

১৫

পেটের ক্যানসারে ভুগছেন কি না বুঝে নিন আপনার মুখ দেখেই

১৬

হার দিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা

১৭

যে ৫ ব্যক্তির দোয়া কখনোই কবুল হয় না

১৮

সিরিয়ায় গুপ্ত হামলা, দুই সেনাসহ তিন মার্কিনি নিহত

১৯

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না : হান্নান

২০
X