কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন অবমাননাকারীকে আইনের আওতায় আনতে হবে : মাওলানা রাব্বানী

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : কালবেলা
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংঘটিত পবিত্র কোরআন অবমাননার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (০৫ আক্টোবর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মাওলানা রাব্বানী বলেন, আমরা লক্ষ করছি যে, দেশের অন্যতম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রাঙ্গণে প্রকাশ্যে পবিত্র আল-কোরআনুল কারিম অবমাননার এক জঘন্য ঘটনা সংঘটিত হয়েছে। এই ভয়াবহ ঘটনাটি শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতই করেনি, বরং বাংলাদেশের সাংবিধানিক মূল্যবোধ, সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস, সামাজিক সম্প্রীতি ও নৈতিক ভিত্তির ওপরও সরাসরি আঘাত হেনেছে।

তিনি বলেন, আমরা বিস্মিত হয়েছি— ঘটনাটি সকাল ৯টায় ঘটার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৩ ঘণ্টা পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে নিজেদের হেফাজতে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে দেরি করেছে। এমন উদাসীনতা ও দায়সারা মনোভাব প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি ঘটনাটিকে আড়াল করার আশঙ্কা তৈরি করেছে।

মাওলানা রাব্বানী বলেন, ঘটনার পর বিভিন্ন মহল থেকে অভিযুক্তকে ‘মানসিক রোগী’ বা ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে উপস্থাপনের চেষ্টা চলছে। এটি অতীতের এক অপসংস্কৃতি, যা বারবার অপরাধীদের রক্ষা ও ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তির পথ প্রশস্ত করেছে। ধর্মীয় অবমাননা কোনো মানসিক বিকার নয়, বরং এটি একটি পরিকল্পিত ও ঘৃণ্য অপরাধ। এই অজুহাতের মাধ্যমে প্রকৃত অপরাধকে আড়াল করা রাষ্ট্রীয় ও সামাজিক নিরাপত্তার জন্য ভয়াবহ দৃষ্টান্ত তৈরি করবে।

তিনি প্রশাসনের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে- অভিযুক্ত অপূর্ব পাল ওরফে মোহাম্মদ অপূর্ব রাদের বিরুদ্ধে দ্রুত ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করে উদাহরণযোগ্য শাস্তি নিশ্চিত করতে হবে। নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রশাসনের বিলম্বিত ভূমিকা ও গোপনীয় আচরণের জন্য তাদের বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলাগত ও আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়টির অতীতের ধর্মবিরোধী বা পক্ষপাতমূলক সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভবিষ্যতে দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অবমাননা, ইসলামবিদ্বেষী কার্যকলাপ বা অবহেলার পুনরাবৃত্তি ঠেকাতে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নীতিমালা প্রণয়ন জরুরি।

মাওলানা রাব্বানী আরও বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি— বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই ঘটনার দ্রুত বিচার ও সুষ্ঠু দৃষ্টান্ত স্থাপন করুন, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ন্যক্কারজনক কাজের সাহস না পায়।

তিনি বলেন, পবিত্র কোরআন মুসলমানদের প্রাণ। একজন মানুষ বা প্রতিষ্ঠান যদি এই পবিত্রতার অবমাননা করে, তবে তা কেবল একটি ধর্ম নয়, গোটা মানবতার প্রতি অবমাননা স্বরূপ। আল্লাহ তায়ালা বলেন, যে আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, নিশ্চয়ই তা হৃদয়ের তাকওয়া থেকে উৎসারিত।’ (সূরা হজ, আয়াত ৩২) আল্লাহর কিতাবের মর্যাদা রক্ষায় আমরা আপসহীন। আমরা শান্তি, শৃঙ্খলা ও আইনের কাঠামোর মধ্যেই ন্যায্য বিচার দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, জানা যাবে আজ

রাতে এই ৫ লক্ষণ দেখলে সতর্ক হোন, হতে পারে কিডনি সমস্যার সংকেত

তরুণ থাকতে সকালে গড়ে তুলুন এই ৫ অভ্যাস

ইউক্রেন যুদ্ধে চীনের সহায়তা নিয়ে মুখ খুলল রাশিয়া

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলার যত উপকার

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীতে আজ কোথায় কী

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

১০

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

১১

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

১০ কিলোমিটার হেঁটে মাঠে যাওয়া রিয়ানের পাশে ডিসি

১৪

৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৫

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ মটরস

১৬

কম দামে দুধ বিক্রি করে আলোচনায় খামারি জামান

১৭

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

১৮

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

১৯

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

২০
X