সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বর্তমান সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ সম্প্রদায়ের নেতারা। তারা বলেছেন, সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র এগিয়ে নেওয়া কঠিন হবে। সবকিছু থেকে যাবে কথার কথায়।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনদফা দাবি পূরণে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড ও হিন্দু ফাউন্ডেশন গঠন।
কর্মসূচি থেকে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, আমরা আশায় ছিলাম সরকার সংখ্যালঘুদের স্বার্থের কথা চিন্তা করে অগ্রাধিকার ভিত্তিতে এসব দাবি পূরণ করবে। ২০১৮ সালের নির্বাচনের আগে দেওয়া এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো সুরাহা হচ্ছে না। বিষয়গুলো সরকারের উচ্চপর্যায়ে বারবার নজরে আনা হলেও সকল দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে। যা গোটা সম্প্রদায়ের জন্য বেদনার কারণ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত, পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ, সাধারণ সম্পাদক রমেন মন্ডল এ ছাড়াও প্রিয় রঞ্জন দত্ত, শ্যামল কুমার রায়, সুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, কিশোর কুমার বসু রায় চৌধুরী, ব্রজ গোপাল দেবনাথু, প্রাণতোষ আচার্য্য শিবু, জয়ন্ত্রী রায়, শিমুল সাহা, সুদীপ্ত সরকার প্রমুখ। একই দাবিতে দেশের সল জেলা ও উপজেলায় মানববন্ধনের আয়োজন করা হয়।
মন্তব্য করুন