বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার রুদ্র মিজানকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব।
রুদ্র মিজান বলেছেন, বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় +৮৮০১৮১২৭৯৯৭৩৮ নম্বর থেকে আমার ফোন নম্বর +৮৮০১৭১১৮৭৬২৮৮ এ কল দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। কলার নিজেকে গলাকাটা মানিক পরিচয় দিয়েছেন।
তিনি বলেন, গত ৪ অক্টোবর দৈনিক ভোরের আকাশে ‘রাজধানীতে বেপরোয়া কিশোর-তরুণ গ্যাং’ ও ১ অক্টোবর ‘রাজধানীতে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা ধারণা, এসব সংবাদে ক্ষুব্ধ হয়ে কেউ এ ধরনের হুমকি দিয়েছে।
এ বিষয়ে রমনা থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে রুদ্র মিজান জানান।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশীদ রুদ্র মিজানকে হুমকির প্রতিবাদ জানিয়ে অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন