রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, সংলাপের সঙ্গে তপশিল ঘোষণার কোনো সম্পর্ক নেই। সংবিধান অনুসারে জানুয়ারিতে ভোটগ্রহণ হতে হবে। এ কারণে শিগগিরই তপশিল ঘোষণা করা উচিত।
মঙ্গলবার (১৪ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তপশিল ঘোষণা করা। সংলাপের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে নির্বাচন পরিচালনা করা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা। সংবিধান অনুযায়ী জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী তাদের নির্বাচনের শিডিউল ঘোষণা করতে হবে। কোনো কারণে যদি একটা বা দুটা উপনির্বাচন করতে হয়, সে কারণে তাদের হাতে সময় রাখতে হবে। সেটাও এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এ কারণে হাতে কয়েকদিনের সময় রেখে এটা করতে হবে।’
তপশিল ঘোষণা অতি সন্নিকটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করছি, খুব শিগগিরই তারা নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। সংলাপের সঙ্গে নির্বাচনের তপশিলের কোনো সম্পর্ক নেই। সংলাপ যে কোনো সময় হতে পারে।’
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে আগামীকাল বুধবার বিকেল ৫টায় বৈঠকে বসবে নির্বাচন কমিশন ইসি। আগামীকালই হতে পারে নির্বাচনের তপশিল ঘোষণা। এদিন প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দেবেন সিইসি। ঘোষণা দিতে পারেন নির্বাচনের তপশিল।
এর আগে নির্বাচন কমিশনের সচিব বলেছিলেন, ইসি বলেছে নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এ বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।
নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বিকেল ৫টায় ইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নভেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে।
ইসি বলেছে, নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন। এ বিষয়ে আমরা পত্রিকায় বিস্তারিত প্রকাশ করব।
অন্যদিকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ১০ হাজার ৪১টি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দু’একদিনের মধ্যে জাতীয় নির্বাচনের তপশিল ঘোষণা দিতে পারে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন