২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতিশ্রুত সাত দফা দাবি আদায়ে আগামী ১৭ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোনে ডাকা মহাসমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বুধবার (১৫ নভেম্বর) পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ ঘোষণা দেওয়া হয়।
এতে বলা হয়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির সভায় দেশের বর্তমানে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধী রাজনৈতিক দলসমূহের সারা দেশব্যাপী অবরোধ, হরতাল কর্মসূচি অব্যাহত রয়েছে।
এ সময় আরও জানানো হয়, এ অবস্থায় সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বনির্ধারিত আগামী ১৭ নভেম্বরের ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে মহাসমাবেশের তারিখ ঘোষণা করার কথা জানিয়েছেন পরিষদের নেতারা।
মন্তব্য করুন