ব্রাহ্মণবাড়িয়া স্টেশন এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের ৪টি চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৬০৭ নম্বর কন্টেইনার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার পথে তিন নম্বর লাইনে পেছন দিকের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। তিনি আরও জানান, লাইনচ্যুতির কারণে রেললাইনের পাত বাঁকা হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
মন্তব্য করুন