দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত; কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ নামার মধ্যে পৌষের শুরু থেকে ঘন কুয়াশার আভাসও মিলেছে।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঢাকায় পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এই সময়ে অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়াও সামান্য পরিবর্তন হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগের ২৪ ঘণ্টায় সর্বনিম্ন ১০ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।
মন্তব্য করুন