শুধু প্রবাসীদের আর্থিক কন্ট্রিবিউশনের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা যেভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে সেই প্রবাসীদের দেশের মাটিতে সামাজিক মর্যাদা রক্ষা ও অন্যান্য অধিকারগুলো নিশ্চিত করতে হবে। সরকারের পক্ষ থেকে আরও জোরালো ভূমিকা রাখলেই তা অর্জন করা যাবে।
সোমবার (১৮ ডিসেম্বর) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ আলোচনা সভার আয়োজ করে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখব তাদের অধিকার’।
সভায় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি- বায়রা'র মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ অনেকেই।
দিবসটি উপলক্ষে রেমিটেন্স যোদ্ধা হিসেবে বিশেষ অবদানের জন্য বিদেশ ফেরত ২০ জন ব্যক্তিকে বিশেষ শুভেচ্ছা সম্মাননা প্রদান করা হয়।
মন্তব্য করুন