ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানকে বদলি করা হয়েছে। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. মিজানুর রহমানের সই করা এক আদেশে তাকে বদলির কথা বলা হয়।
তার বিরুদ্ধে একজন প্রার্থী পক্ষাপাতিত্বের অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনে। এরপর কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকে মন্ত্রণালয় তাকে বদলি করার অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়। নির্বাচন কমিশন সে অনুযায়ী ফরিদপুরের এসপিকে বদলিতে অনাপত্তি দেয়।
একই সঙ্গে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলমকে ফরিদপুর জেলার পুলিশ সুপার পদে পদায়নের জন্য অনাপত্তি দিয়েছে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন