

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বখ্যাত ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার অন-ক্যাম্পাস পর্বের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর ‘লিভ’ (Lieve) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রকিবুল ইসলাম (প্রিন্স) এবং হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর আবিদ শাহরিয়ার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী বলেন, ‘বর্তমান বিশ্ব গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, যেখানে উদ্ভাবনী চিন্তা ছাড়া টিকে থাকা অসম্ভব। হাল্ট প্রাইজ আমাদের শিক্ষার্থীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যা তাদের প্রথাগত চাকরির চিন্তার বাইরে এসে উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। আমি বিশ্বাস করি, বিইউবিটির মেধাবী শিক্ষার্থীরা এমন সব ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আসবে, যা বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখবে।’
টাইটেল স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে মো. রকিবুল ইসলাম (প্রিন্স), বলেন, “আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের সৃজনশীলতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি। ‘লিভ’ সবসময় তরুণদের নতুন নতুন উদ্যোগের সাথে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। বিইউবিটির শিক্ষার্থীদের এই যাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। আমরা আশা করি, এই প্রতিযোগিতার মাধ্যমে এমন সব উদ্ভাবন বেরিয়ে আসবে যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
হাল্ট প্রাইজের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর আবিদ শাহরিয়ার তার বক্তব্যে বলেন, ‘হাল্ট প্রাইজ তরুণদেরকে বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো মোকাবিলায় উৎসাহিত করে। বিইউবিটিতে এই উদ্দীপনা দেখে আমি অত্যন্ত আশাবাদী। এ বছরও আমরা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী প্রতিযোগী পাব বলে আমাদের বিশ্বাস। বিইউবিটির এই আয়োজনকে সফল করতে যারা নিরলস কাজ করছেন, তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই।’
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়। ‘Grooming our Hult Prize participants at BUBT’ শীর্ষক এই সেশনটি পরিচালনা করেন হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর (বাংলাদেশ) মো. আবিদ শাহরিয়ার। সেশনে তিনি শিক্ষার্থীদের প্রতিযোগিতার বিভিন্ন দিক, ব্যবসায়িক আইডিয়া উপস্থাপন এবং বৈশ্বিক প্রতিযোগিতার মানদণ্ড সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং বক্তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আয়োজনের মাধ্যমে বিইউবিটি থেকে বিশ্বমানের দক্ষ উদ্যোক্তা তৈরি হবে।
মন্তব্য করুন