বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৩ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা বানান এক রীতিতে আনার প্রস্তাব

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী সেমিনার।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী সেমিনার।

বাংলা একাডেমি প্রণীত বাংলা অভিধানে একটি বানানের বিকল্প একাধিক বানান রাখায় তা প্রয়োগের ক্ষেত্রে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি বাড়ছে। বানান যথাসম্ভব এক রীতিতে আনতে বাংলা একাডেমিকে সাহসী পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন শিক্ষক, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গবেষক ও শিক্ষার্থীরা।

‘বাংলা বানান : বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ করণীয়’ নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তারা এমন মতামত তুলে ধরেন। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, বিশ্বের কোনো ভাষার অভিধানে বিকল্প বানান রাখা হয় না। শুধু বাংলা একাডেমি প্রণীত অভিধানে এ রীতি দেখা যায়। ফলে ছোট থেকে শিশুরা যখন একাধিক বানান দেখে বড় হয়, তখন তাদের মধ্যে ভুল করার প্রবণতাও বাড়ে। পাশাপাশি পত্র-পত্রিকাগুলো অভিধানের যে কোনো একটি বেছে নিয়ে থাকে। এতে এক পত্রিকা যা লেখে, অন্য পত্রিকা তার বিকল্পটা বেছে নেয়। এটি বানানের জগতে বিশৃঙ্খলা ছড়িয়ে দেয়।

সেমিনারে ‘বাংলা বানান : সমস্যার ক্ষেত্র ও সমাধানের উপায়’ নিয়ে আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর।

তিনি বলেন, ‘বাংলা একাডেমি কারণে-অকারণে ভেঙে পড়ে। গরু ও ঈদ বানান নিয়ে সমালোচনার মুখে তারা বিবৃতি দিতেও বাধ্য হয়েছে যে, আমরা এগুলো পুনর্বিবেচনা করব। কিন্তু এ দ্বিধাটা কেন? তার মানে কি বাংলা একাডেমি নিজের অবস্থান নিয়ে সচেতন নয়? তারা যেটা করেছেন বা করছেন তা হয়তো ভুল অথবা ঠিক কাজ করেও জনগণের চাপে ভেঙে পড়েছেন। অথচ ভাষার ক্ষেত্রে বানান খুবই গৌণ ব্যাপার। এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়াটাই উচিত নয়।’

বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের কর্মকর্তা রাজীব কুমার সাহা বলেন, ‘বাংলা বানানের বিকল্প যথাসম্ভব পরিহার করতে হবে। একটি বানানকে একমুখী করার চেষ্টা করা উচিত। বানান নিয়ে বিতর্ক শুরু হলে সেটা থামানোর জন্য হুটহাট পরিবর্তনের দিকেও ঝুঁকে পড়াও উচিত নয়। তাতে আরেকটি বিতর্কের শুরু হয়। পাশাপাশি বিদেশি শব্দে আত্মীকরণে সতর্ক থাকতে হবে।’

মুক্ত আলোচনায় অংশ নিয়ে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উপপরিচালক স্নিগ্ধ্যা বাউল বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে বানান ভুল ধরলেই কর্মকর্তারা ক্ষুব্ধ হন। আবার প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজ করা কর্মকর্তা বা কর্মচারীদের এ নিয়ে জানাশোনাও নেই। তারা ভুল করেন। তাদের নিয়েও প্রশিক্ষণের আয়োজন করা উচিত।’

এর আগে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান বলেন, ‘ভাষা গতিশীল হবে এটা স্বাভাবিক। এ নিয়ে অতি বিপ্লবী হওয়ার প্রয়োজন নেই। বাংলা একাডেমিকে আরও গুরুত্বসহকারে কাজ করতে হবে। সিদ্ধান্ত গ্রহণে তাদের ঐতিহ্য ও রীতি বিষয়েও সচেতন থাকতে হবে।’

সভাপতির বক্তব্যে মাতৃভাষা আন্তর্জাতিক ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. হাকিম আরিফ বলেন, বাংলা একাডেমির প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারাই সরকারের মন্ত্রণালয়গুলোতে বাংলা অভিধান অনুযায়ী বানানরীতির ব্যবহার নিশ্চিতে পদক্ষেপ নেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলা একাডেমি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। বাংলা একাডেমি এখন পর্যন্ত জনসনের মতো একটি সর্বজনগ্রাহ্য অভিধানও তৈরি করতে পারেনি। তারা যদি সেটি করতে পারতো, কারও বানানরীতি নিয়ে আর কোনো ধোঁয়াশা থাকত না।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মফিদুর রহমান। অন্যদের মধ্যে আলোচনা করেন বাংলা একাডেমির অভিধান ও বিশ্বকোষ উপবিভাগের কর্মকর্তা মতিন রায়হান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সম্পাদক ড. মো. ছাইদুর রহমান, ভাসানটেক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. হাননান মিঞা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংস্কার ও গবেষণা অনুবিভাগের বাংলা ভাষা বাস্তবায়ন কোষ বিশেষজ্ঞ কাজী জুলফিকার আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী মেডিকেলে ওয়ার্ল্ড স্ট্রোক ডে উদযাপিত

ঢাকা-১০ আসনে বিএনপি নেতা শেখ রবি’র গণসংযোগ

আবারও বন্ধ মেট্রোরেল চলাচল

অখণ্ড কিশোরগঞ্জ বাস্তবায়নের দাবিতে আবারও আন্দোলনে ছাত্র-জনতা

চট্টগ্রামে মুশফিক-রিয়াদের অভাব অনুভব করলেন রুবেল

নির্বাচন বানচালে কুচক্রীমহল ষড়যন্ত্র করছে : মোনায়েম মুন্না

‘শেখ হাসিনা, আ.লীগ এবং তাদের সাঙ্গপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে’

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা নাজিম উদ্দিনের খোঁজ নিলেন ডা. রফিক

হোয়াটসঅ্যাপ না খুলেই বার্তা পড়ার কৌশল

জনগণ আ.লীগের মুখ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

১০

৫ ঘণ্টা পর বিকল্প ফ্লাইটে সিলেট ছাড়লেন লন্ডনগামী ২৬২ যাত্রী

১১

ইতিহাস গড়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১২

রিওতে পুলিশের অভিযানে নিহত বেড়ে ১৩২, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল

১৩

শ্যামনগর হাসপাতালের জরুরি বিভাগে হামলা

১৪

হাত ধোয়ার অভ্যাসে কমবে রোগ, গড়বে সুস্থ সমাজ : চসিক মেয়র

১৫

ভিডিও ভাইরাল / রাজনীতি না করার ঘোষণা দিয়েও বিএনপির মনোনয়নপ্রত্যাশী কামাল পাশা

১৬

৮ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৭

চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরি : উপদেষ্টা শারমিন

১৮

সব ষড়যন্ত্র মোকাবিলা করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে : ড. এমএ কাইয়ুম

১৯

নরসিংদীতে সাংবাদিক ও পুলিশের পর এবার ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

২০
X