সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলা একাডেমি সংস্কারে ৯ দফা ঘোষণা জুলাইয়ের কবি-সাহিত্যিকদের

প্রতিবাদ সভায় কবি-সাহিত্যিকরা। ছবি : সংগৃহীত
প্রতিবাদ সভায় কবি-সাহিত্যিকরা। ছবি : সংগৃহীত

‘জুলাই গণঅভ্যুত্থানের কবিতা’ শীর্ষক সংকলনে জুলাইয়ের চেতনাবিরোধী কবিদের কবিতা প্রকাশিত হওয়ার প্রতিবাদে বাংলা একাডেমির সামনে কবিতা পাঠ ও প্রতিবাদ সভা পালন করেছে জুলাইয়ের কবি-সাহিত্যিকরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চব্বিশে অনুষ্ঠিত ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানে স্বৈরাচারী শাসক খুনি হাসিনার পলায়নের পর আমরা আশা করেছিলাম বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী শক্তির নির্মূল হবে; কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করছি, ফ্যাসিবাদকে যারা দিনের পর দিন শক্তি ও সাহস জুগিয়েছে, যেসব সাংস্কৃতিক কর্মীরা নিত্যনতুন বয়ান তৈরির মাধ্যমে ফ্যাসিবাদের মসনদকে দৃঢ় করেছে, সেই শক্তি আজও আমাদের সাংস্কৃতিক অঙ্গনে অটুট রয়ে গেছে। আমরা জুলাইয়ের কবি-সাহিত্যিকরা অচিরে সেই সাংস্কৃতিক বলয় ভেঙে বাংলা একাডেমিকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান করছি। আমরা আহ্বান করছি—বাংলা একাডেমির মতো একটি জাতীয় প্রতিষ্ঠান তার কার্যক্রমের মাধ্যমে জাতীয় প্রত্যাশার ধারক বাহক হয়ে জাতির পাশে দাঁড়াক।

এ সময় উপস্থিত ছিলেন কবি শান্তা মারিয়া, কবি এ বি এম সোহেল রশিদ, আবৃত্তিকার মাহবুব মুকুল, তাইরান সম্পাদক কবি তাসনিম মাহমুদ, কবি এমদাদুল হক চৌধুরী, কবি তাজ ইসলাম, ছোটদের সময় সম্পাদক শিশুসাহিত্যিক মামুন সারওয়ার, জাসাস নেতা কবি আমিনুল ইসলাম মামুন, ইনকিলাব মঞ্চের প্রতিনিধি কবি ফাহিম, জুলাই ঐক্যের প্রতিনিধি এবি জুবায়ের, জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক কবি ইবরাহিম নীরব, কবি নোমান সাদিক, কবি লোকমান হোসেন জীবন, কবি আরিফ সবুজ, কবি তাহমিনা বিনতে নূর প্রমুখ।

কর্মসূচি শেষে কবি-সাহিত্যিকরা বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে নয় দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো—

১. জুলাই গণঅভ্যুত্থানের কবিতা সংকলনে জুলাই-২৪-এ নিষ্ক্রিয় বা জুলাইয়ের চেতনাবিরোধী কবিরা কীভাবে স্থান পেল, তার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

২. জুলাই গণঅভ্যুত্থানের কবিতা সংকলনটি অচিরেই প্রত্যাহার করে নতুনভাবে সুসম্পাদিত আকারে প্রকাশ করতে হবে। মনে রাখতে হবে, বাংলা একাডেমি কোনো ব্যক্তিগত বা পারিবারিক প্রতিষ্ঠান নয়, এটি একটি জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আর জুলাই গণঅভ্যুত্থানের কবিতা নিছক কোনো কবিতার সংকলন নয়, এটি জুলাই বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক দলিল। তাই এখানে জুলাইয়ের সক্রিয় সকল কবিদের দল-মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে স্থান দিতে হবে।

৩. বাংলা একাডেমি একটি জাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সব কাজে জাতীয় সংস্কৃতির প্রতিফলন থাকতে হবে, এখানে কোনো বিশেষ দল-মতকে প্রাধান্য দেওয়া বা অবজ্ঞা করার সুযোগ নেই, বাংলা একাডেমির সব প্রোগ্রাম, যেমন— প্রকাশনা, গবেষণা, পুরস্কার-সম্মাননা, প্রশিক্ষণসহ সব ক্ষেত্রে একচোখা নীতির পরিবর্তন করতে হবে। জুলাই বিল্পব ও বাংলাদেশপন্থি প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বাংলা একাডেমি থেকে সব বৈষম্য দূর করতে হবে।

৪. বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার উদ্যোগ নিতে হবে, ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে কালচারাল সেন্টার স্থাপন করে সেখানে বাংলাদেশের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিক যেমন—জাতীয় মঙ্গলের কবি মোজাম্মেল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জসীমউদদীন, ফররুখ আহমদ, সৈয়দ আলী আহসান, আহসান হাবীব, আবু ইসহাক, আব্দুল মান্নান সৈয়দ, আল মাহমুদ, শামসুর রাহমানসহ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সব লেখকের বই রাখতে হবে—যাতে বিদেশিরা বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা নিতে পারেন।

৫. বাংলাদেশের কবি-সাহিত্যিকের বই বিভিন্ন ভাষায় অনুবাদ করে বাংলাদেশে অবস্থিত বিদেশি হাইকমিশন ও পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পৌঁছাতে হবে।

৬. বাংলা একাডেমিকে ফ্যাসিস্টমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে হবে, ফ্যাসিবাদের দোসর সব কবি-সাহিত্যিককে প্রমোট করা বন্ধ করে বাংলা একাডেমিকে পুরোপুরি পরিচ্ছন্ন বাংলাদেশপন্থি হতে হবে।

৭. বাংলা একাডেমি সংস্কার কমিশনের নামে আমলাতান্ত্রিক কমিশন বাতিল করতে হবে এবং কমিশনে জুলাই বিপ্লবের স্টেক হোল্ডার কবি-সাহিত্যিকদের অন্তর্ভুক্ত করতে হবে।

৮. তরুণ লেখক প্রকল্পসহ সব প্রশিক্ষণ প্রোগ্রামে বৈষম্য দূর করতে হবে, এসব প্রোগ্রামের স্বচ্ছতা বজায় রাখতে হবে। আমরা লক্ষ করেছি, কিছুদিন আগে তরুণ লেখক প্রকল্পের জন্য তরুণ কবি-সাহিত্যিকদের চূড়ান্ত বাছাই তালিকা প্রকাশ করা হয়েছে—এ তালিকা কীভাবে কোন মানদণ্ডে তৈরি করা হয়েছে তার জবাব দিতে হবে। যারা বাদ পড়েছেন তারা কোন মানদণ্ডে বাদ পড়েছেন, তা জানার অধিকার রাখেন, বাংলা একাডেমিকে তা জানাতে হবে।

৯. বাংলা একাডেমি যাতে আমলাতন্ত্রের চাবিকাঠি না হতে পারে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়’

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর

টাঙ্গুয়ার হাওর / ‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে পর্যটকের মামলা

বিয়ের প্রলোভনে সংঘবদ্ধ ধর্ষণ, দুজনের যাবজ্জীবন

শিশু শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ, ভ্যানচালককে গণধোলাই

রাকসু নির্বাচন ঘিরে সরগরম রাবি : আস্থার সংকটে প্রশাসন

স্টেশনের সব ফ্যান খুলে নিল রেলওয়ের বিদ্যুৎ বিভাগ

মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৩ বাড়িতে ভাঙচুর

মেঘনা পেট্রোলিয়ামের নয়া এমডি শাহিরুল হাসান

১০

নির্বাচনের তারিখ ঘোষণার সিদ্ধান্তকে সাধুবাদ জাগপার

১১

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮

১২

ভারত চীন সিঙ্গাপুরের মেডিকেল টিমকে কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

১৩

ছেলের হাতে বাবা খুন

১৪

ফ্যাসিবাদের শাসন ব্যবস্থাকেও বিদায় করা হবে : জোনায়েদ সাকি

১৫

রাবিতে জাল স্বাক্ষরে ভর্তিচেষ্টায় শিক্ষার্থী আটক

১৬

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত

১৭

বাংলাভাষী ভারতীয়দের সীমান্তে পুশইন নিয়ে মুখ খুললেন ওয়াইসি

১৮

মির্জা ফখরুলের সঙ্গে নেজামে পার্টির বৈঠক

১৯

সোনার কলসির লোভে পড়ে গৃহবধূর ‘সর্বনাশ’

২০
X