দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিমসহ সাত উপপরিচালক।
বুধবার (২৭ ডিসেম্বর) ৭ কর্মকর্তাকে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি দিয়ে দুদক সচিব মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- মোহাম্মদ ইব্রাহিম, মো তালেবুর রহমান, মো. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবুল হোসেন, এসএমএম আখতার হামিদ ভুঞা, মোজাহার আলী সরদার এবং জালাল উদ্দিন আহমেদ।
দুদক সূত্রে জানা গেছে, পদোন্নতির তালিকায় প্রথমে থাকা মোহাম্মদ ইব্রাহিম প্রধান কার্যালয়ে কর্মরত। এছাড়া তালেবুর রহমান ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে, মো. জাহাঙ্গীর হোসেন দুদকের প্রধান কার্যালয়ে, মোহাম্মদ আবুল হোসেন ময়মনসিংহ জেলা কার্যালয়ে, এস এম আখতার হামিদ ভুঞা সম্মিলত জেলা কার্যালয় ঢাকা-১-এ, মোজাহার আলী সরদার গাজীপুর জেলা কার্যালয়ে ও জালাল উদ্দিন আহমদ চাঁদপুর জেলা কার্যালয়ে কর্মরত আছেন।
মন্তব্য করুন