আতাউর রহমান
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সক্ষমতা দেখাল বিমান

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সক্ষমতা দেখাল বিমান

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান জিএসই হ্যাঙ্গার কমপ্লেক্স এলাকা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সেখানেই প্রদর্শন করা হল ১৯ ধরনের মটোরাইজড ইক্যুইপমেন্ট এবং ৭ ধরনের নন-মটোরাইজড ইক্যুইপমেন্ট। রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী পরিবহনের পাশাপাশি ৫২ বছর ধরে দেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে।

সংস্থাটি যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রী সেবায় আরও এগিয়ে যাচ্ছে, সে প্রমাণও মিলল আজকের প্রদর্শনী অনুষ্ঠানে। সারি সারি সাজানো অত্যাধুনিক ৫টি র‌্যাম্প কোচ আর চারটি ফর্ক লিফট। এগুলো আজই যুক্ত হয়েছে বিমানের বহরে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে সম্পৃক্ত বিমানের নিরাপত্তা কর্মীদের জন্য নতুন কেনা বডি ক্যামেরা এবং গ্রাউন্ড স্টাফদের জন্য কেনা রেডিও টেলিফোনও (আরটি) প্রদর্শন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে সংস্থাটি এই প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কর্মকর্তারা আশ্বাস দিলেন, শুধু ইক্যুপমেন্টেই নয়, এসব পরিচালনায় যুক্ত কর্মীরা যাতে সঠিক সেবা দেয়- সেজন্যও নজরদারি বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবেই কেনা হয়েছে বডি ক্যামেরা আর আরটি। গ্রাউন্ড হ্যান্ডলিং আর যাত্রী সেবায় নূন্যতম ছাড় না দিতে বাড়ানো হয়েছে কর্মীদের জবাবদিহিতাও।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের সব বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে আসছে। বিগত বছরে বিমান জিএসই বিভাগের জন্য মানসম্মত গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট কিনেছে। সেগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবলও নিয়োগ দিয়েছে।

কয়েক মাসে বিমানের বহরে ১০০টির বেশি উন্নত প্রযুক্তির গ্রাউন্ড সাপোর্ট ইক্যুইপমেন্ট যুক্ত হবে বলেনও জানান তিনি। ব্যবস্থাপনা পরিচালক বলেন, এতে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের সকল গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট কেনাসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।

বিশেষ অতিথির বক্তব্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিগত বছরের উন্নতি ইতিবাচক।

অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (গ্রাহকসেবা) মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০টি প্যাসেঞ্জার এয়ারলাইন্স এবং ১২টি কার্গো ফ্রেইটারে গ্রাউন্ড হ্যান্ডলিং দিকরে আসছে। বিমান জিএসই বিভাগের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।

বিমানের কর্মকর্তারা বলছেন, ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন যুক্ত হওয়া অত্যাধুনিক অটোমেটেড দরজা সম্বলিত বিলাসবহুল কোচগুলো যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া মামলায় কেন গ্রেপ্তার করতে হবে, তৌহিদ আফ্রিদিকে নিয়ে রাশেদের প্রশ্ন

নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজকে হেনস্তার চেষ্টা

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

১০

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

১১

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১২

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১৩

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১৪

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৫

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৬

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৭

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৮

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

২০
X