বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিমানের প্রধান কার্যালয় বলাকায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ জানায়, এই সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ এবং ফিলিপাইনের মধ্যে পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ফিলিপাইন এয়ারলাইন্সের মধ্যে এসপিএ সম্পাদন করা, উভয় দেশের মধ্যকার এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট সংশোধনের মাধ্যমে ব্যবসা উপযোগী করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
পরে ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম পরস্পরকে সৌজন্য স্মারক প্রদান করেন।
মন্তব্য করুন