কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বৃষ্টির মধ্যে রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। পুরোনো ছবি
বৃষ্টির মধ্যে রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। পুরোনো ছবি

আজ সারা দিন আকাশের মন ভালো নেই। প্রকৃতিতে ফাগুনের সুর থাকলেও রাজধানী ঢাকাসহ মোটামুটি সারা দেশেই সকাল থেকেই আকাশ গুমোট। কুয়াশা না মেঘ তা বোঝার উপায় নেই। আর এর প্রভাবে রাতেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। থেমে থেমে এবং জায়গা পরিবর্তন করে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকাল মোটামুটি শেষ পর্যায়ে হওয়ায় এখন বৃষ্টি হলে সঙ্গে ঝড় থাকতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর-পূর্ব দিকের জেলাগুলো ও রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ২টার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। একই সময়ে বাংলাদেশ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মেঘালয় সীমান্ত এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাসে দেখা যাচ্ছে উপরোক্ত স্থানগুলোতে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ ৩২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

সারা দেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে’

সেই কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা-মুক্ত ভ্রমণ স্থগিতের সিদ্ধান্ত ইইউর

অ্যাশেজ : জিততে ইংল্যান্ডের দরকার ২২৮, অস্ট্রেলিয়ার ৪ উইকেট

সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত লাশ উদ্ধার

তামার পাত্রে রাখলে বিপদ ডেকে আনতে পারে এই ৩ ধরনের খাবার

বিএনপি প্রার্থীদের নিয়ে আজও তারেক রহমানের মতবিনিময়

ওসমান হাদির স্মরণে দোকানপাট বন্ধ ঘোষণা

ওসমান হাদির ঘটনায় যে আহ্বান জাতিসংঘ মহাসচিবের

কালো জাদু হলে বুঝবেন কীভাবে? ৫ আলামত জানালেন বিশেষজ্ঞ আলেম

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১০

গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকতে পারে না : মির্জা আব্বাস 

১১

যুক্তরাষ্ট্রে ডাইভারসিটি ভিসা লটারি স্থগিত

১২

ইমরান খান-বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড, অর্ধকোটির বেশি জরিমানা

১৩

হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস

১৪

দ্রুতগতির ট্রেনের ধাক্কায় নিহত ৭ বন্য হাতি, বগি লাইনচ্যুত

১৫

যথাসময়ে বিপিএল শুরু হবে কি না জানাল বিসিবি

১৬

হাঁচি-কাশি বেশি? চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন যা

১৭

ভাতা প্রদানে টাকা নেওয়ার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

কনের পায়ে চিৎ হয়ে পড়লেন ফটোগ্রাফার, ভিডিও ভাইরাল

১৯

জাতীয় কবির পাশে শহীদ হাদির দাফন সম্পন্ন 

২০
X