কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বৃষ্টির মধ্যে রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। পুরোনো ছবি
বৃষ্টির মধ্যে রিকশায় চড়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। পুরোনো ছবি

আজ সারা দিন আকাশের মন ভালো নেই। প্রকৃতিতে ফাগুনের সুর থাকলেও রাজধানী ঢাকাসহ মোটামুটি সারা দেশেই সকাল থেকেই আকাশ গুমোট। কুয়াশা না মেঘ তা বোঝার উপায় নেই। আর এর প্রভাবে রাতেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ বিষয়ে আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম সংবাদমাধ্যমকে জানান, আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। থেমে থেমে এবং জায়গা পরিবর্তন করে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শীতকাল মোটামুটি শেষ পর্যায়ে হওয়ায় এখন বৃষ্টি হলে সঙ্গে ঝড় থাকতে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আজ মঙ্গলবার বিকেল ৫টার পর থেকে সকাল ৬টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর-পূর্ব দিকের জেলাগুলো ও রাত ৮টার পর থেকে সকাল ৬টার মধ্যে খুলনা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

তিনি আরও জানান, মঙ্গলবার দুপুর ২টার রাডার ও কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্যের সীমান্তবর্তী এলাকা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। একই সময়ে বাংলাদেশ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের মেঘালয় সীমান্ত এলাকায় মেঘের সৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকে প্রাপ্ত পূর্বাভাসে দেখা যাচ্ছে উপরোক্ত স্থানগুলোতে বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ ৩২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডে।

সারা দেশের রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি হবে কি না, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

ক্রিকেট ছাড়ার পর রেসলিংয়ে নাম লেখাতে যাচ্ছিলেন সাবেক ইংলিশ তারকা!

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

ঘুমের মধ্যে দম আটকে যাওয়া কীসের লক্ষণ, হলে কী করবেন?

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুলের শুধু বদলি নয়, অপসারণ চান কর্মকর্তারা

আরবের কোথায় গেলে খরচ কম, কোথায় সবচেয়ে বেশি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ? 

১১

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১২

বাসায় তৈরি ক্রিমেই দূর হবে মুখের দাগছোপ

১৩

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ ২ সদস্য নিহত

১৪

বিলুপ্তির দ্বারপ্রান্তে ঐতিহ্যবাহী তাঁতশিল্প

১৫

৬৫ যাত্রী নিয়ে ডুবে গেল কাঠের নৌকা

১৬

চুক্তিতে না এলে জাপানকে ৩৫ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

১৭

মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা বিআরটিএর

১৮

মঙ্গলে প্রাণ নেই কেন? নতুন তথ্য দিল নাসা

১৯

২ লাখ টাকার চুক্তিতে খুন হয় প্রবাসী স্ত্রী

২০
X