কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

ড. মুহাম্মদ ইউনূস ও স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রায়ই উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা ও তার রায় নিয়ে কয়েকবারই কথা উঠেছে প্রেস ব্রিফিংয়ে।

এবার জাতিসংঘের এক প্রেস ব্রিফিংয়ে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেছেন, কাজের মাধ্যমে ইউনূস জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকে অনুসরণ করে বর্তমানে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ। এ প্রশ্নের উত্তরে ডুজারিক বলেন, বাংলাদেশে জাতিসংঘের যে প্রতিনিধি দল আছে তারা এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ব্রিফিংয়ে উঠে আসে, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টিও। ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধীদলের প্রচুর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মাত্র হাতেগোনা কয়েকজন মুক্তি পেয়েছেন। ডুজারিক বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন কি না। উত্তরে ডুজারিক জানান, শান্তিপূর্ণ মতপ্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে, অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ।

এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইলের কাছে আরেক প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূসের প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এক সাংবাদিক জানতে চান, ক্ষুদ্রঋণের প্রবক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে কী অবস্থায় রয়েছেন সে বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট অবহিত কি না।

প্রশ্নের জবাবে মনিকা গ্রেইল বলেন, প্রফেসর ইউনূসের ইতিহাস এবং তার কাজ সম্পর্কে সবাই জানে। তিনি জাতিসংঘের একজন ভালো বন্ধু। তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় তার অপেক্ষায় আছে জাতিসংঘ।

এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়েই ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের স্বাক্ষরের পর বৃহস্পতিবার এ রায় প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, কোন লক্ষণ দেখে বুঝবেন?

ডাকসুর প্রতিদ্বন্দ্বিতায় কারা এগিয়ে 

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

হঠাৎ মোবাইলের ডায়াল প্যাড বদলে যাচ্ছে কেন?

বাংলাদেশি পোশাক খাতে দুই মাসে ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে?

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

কীভাবে যৌবন ধরে রেখেছেন রোনালদো, বিস্ময়কর তথ্য প্রকাশ

১০

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

১১

ওয়ানডেতেও অধিনায়ক হচ্ছেন গিল!

১২

যুক্তরাষ্ট্রে ‘বেস্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড’ পেলেন মিলন

১৩

ড্রাগন ফল কারা খেতে পারবেন না? জানালেন পুষ্টিবিদ

১৪

সুনামগঞ্জে ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

১৫

সাবেক জিএস গোলাম রাব্বানীর পদ-ছাত্রত্ব বাতিলের দাবি রাশেদের

১৬

ব্যক্তিগত মিলে মজুত করা ছিল সরকারি চাল

১৭

অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপ / ভারতের বিপক্ষে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

১৮

সড়কে খানাখন্দ, দুর্ভোগ লাখো মানুষের

১৯

নতুন চ্যালেঞ্জের মুখোমুখি মানসী

২০
X