কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের মামলা পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

ড. মুহাম্মদ ইউনূস ও স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূস ও স্টিফেন ডুজারিক। ছবি : সংগৃহীত

জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রায়ই উঠে আসছে বাংলাদেশের নানা প্রসঙ্গ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে মামলা ও তার রায় নিয়ে কয়েকবারই কথা উঠেছে প্রেস ব্রিফিংয়ে।

এবার জাতিসংঘের এক প্রেস ব্রিফিংয়ে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। বলেছেন, কাজের মাধ্যমে ইউনূস জাতিসংঘের প্রিয় বন্ধু। তার কাজকে অনুসরণ করে বর্তমানে উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে জাতিসংঘ।

ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কীভাবে মনিটরিং করছে জাতিসংঘ। এ প্রশ্নের উত্তরে ডুজারিক বলেন, বাংলাদেশে জাতিসংঘের যে প্রতিনিধি দল আছে তারা এই মামলা অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ব্রিফিংয়ে উঠে আসে, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টিও। ডুজারিকের কাছে জানতে চাওয়া হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের আগে বাংলাদেশে বিরোধীদলের প্রচুর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মাত্র হাতেগোনা কয়েকজন মুক্তি পেয়েছেন। ডুজারিক বাকি বন্দিদের মুক্তি দাবি করবেন কি না। উত্তরে ডুজারিক জানান, শান্তিপূর্ণ মতপ্রকাশের কারণে যাদের আটক করা হয়েছে, অব্যাহতভাবে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ।

এর আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনের মুখপাত্র মনিকা গ্রেইলের কাছে আরেক প্রেস ব্রিফিংয়ে ড. ইউনূসের প্রসঙ্গে জানতে চাওয়া হয়। এক সাংবাদিক জানতে চান, ক্ষুদ্রঋণের প্রবক্তা এবং নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে বাংলাদেশে কী অবস্থায় রয়েছেন সে বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট অবহিত কি না।

প্রশ্নের জবাবে মনিকা গ্রেইল বলেন, প্রফেসর ইউনূসের ইতিহাস এবং তার কাজ সম্পর্কে সবাই জানে। তিনি জাতিসংঘের একজন ভালো বন্ধু। তার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয় তার অপেক্ষায় আছে জাতিসংঘ।

এদিকে, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টকে ৫০ কোটি টাকা জমা দিয়েই ২০১১ থেকে ১৩ করবর্ষের আয়কর আপিল দায়ের করার নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের স্বাক্ষরের পর বৃহস্পতিবার এ রায় প্রকাশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলি রোজারি চার্চে বোমা হামলার ঘটনায় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নিন্দা 

নামাজ আদায় না করলে অন্য আমলগুলো কবুল হবে কি?

দেশের সব বিমানবন্দরের জন্য জরুরি ১০ নির্দেশনা

জনগণ আর কোনো স্বৈরাচারী সরকারকে দেখতে চায় না : আমান

৪৯তম বিসিএসের প্রশ্নে শহীদ আবু সাঈদ, আলোচিত ‘আয়নাঘর’

যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় আবারও ইসরায়েলি হামলা

জেহাদ স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা

গ্যাস বেলুন বিস্ফোরণ, সাতজন দগ্ধ

কোমর ব্যথা কমাতে ফিজিওথেরাপি

জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি : রিজভী

১০

শান্তিতে নোবেল পাওয়া মাচাদোর রাজনৈতিক ইতিহাস

১১

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১২

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজাম আর নেই

১৩

বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সুখবর

১৪

কিউইদের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

১৫

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

১৬

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স, আজই আবেদন করুন

১৭

গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন : মির্জা ফখরুল

১৮

পপুলার ফার্মাসিউটিক্যালসে চাকরির সুযোগ, সপ্তাহে দুদিন ছুটি

১৯

ফের মডেলের প্রেমে হার্দিক

২০
X