কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‘ভোট দিনে না রাতে হলো, জানতে চায় না মানুষ’

এম এ মান্নান। পুরোনো ছবি
এম এ মান্নান। পুরোনো ছবি

পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ভোট দিনে হলো, না কি রাতে- তা দেশের ৮০ ভাগ মানুষ জানতে চায় না। কারণ এরা নিম্ন বা মধ্যম আয়ের মানুষ। এর চায় দেশের উন্নয়ন। এমনকি অধিকার আদায়ের আন্দোলনের চেয়েও উন্নয়নকে বেশি গুরুত্ব দেয় তারা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর লেকশোর হোটেলে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজন করে।

‘ইমপ্যাক্ট ইভালুয়েশন অব দ্য ইসলামিক রিলিফ মডেল ফর এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি’ শীর্ষক সেমিনার তিনি বলেন, দেশে এখনো ১৮ দশমিক ৫ শতাংশ দরিদ্র মানুষ রয়েছে। বাংলাদেশ থেকে দরিদ্রতা দূরীকরণে ইসলামিক রিলিফ ইইপি মডেল বড় ভূমিকা রেখেছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামালের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এনজিও এফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান ও পরিচালক মোখলেছুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সালমা আক্তার এবং ফিলিপাইনভিত্তিক স্বতন্ত্র মূল্যায়ন গবেষক দলের প্রধান ড. শ্যামল কুমার সাহা।

প্রধান অতিথি এমএ মান্নান আরও বলেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক দরিদ্রতা দূরীকরণে মডেলটি সত্যিই প্রশংসনীয়। এরকম প্রকল্প বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আরও বেশি করে গ্রহণ করা প্রয়োজন।

স্বাগত বক্তব্যে তালহা জামাল বলেন, ইসলামিক রিলিফ দরিদ্রদের আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের জন্য দক্ষতামূলক প্রশিক্ষণ দিয়েছে। সেই সঙ্গে প্রত্যেক পরিবারকে এককালীন ১২ হাজার টাকা অনুদান দেয়।

মো. সাইদুর রহমান বলেন, জীবিকা উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, মাতৃমৃত্যু দূরীকরণ বিষয়গুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ কাজ করলে উন্নয়ন ত্বরান্বিত হয়।

অধ্যাপক ড. সালমা আক্তার বলেন, এসডিজি গোল নিশ্চিত করতে টেকসই প্রকল্প প্রয়োজন। অনেক সময় জীবিকায়ন বৈষম্যের কারণে দরিদ্রতা বাড়ে।

পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাছের মো. মাহবুবুর রহমান বলেন, এই সংস্থাটি দারিদ্র্য দূরীকরণে ইইপি মডেল বেশ কার্যকর ও ব্যতিক্রমধর্মী।

এই মডেল প্রকল্প থেকে সুবিধাপ্রাপ্ত কুড়িগ্রামের রাজারহাট উপজেলা দীপ্ত মহিলা সমবায় সমিতির সভাপতি ফেরদৌসী বেগম বলেন, ইসলামিক রিলিফ থেকে সুবিধা পেয়ে আমার এখন ৩টি গরু, ৩টি ছাগল, হাঁস মুরগি পালন এবং ১৫ শতক জমি বন্ধক নিয়ে চাষাবাদ করছি। উপার্জিত অর্থ সংসারের উন্নয়ন ও সন্তানদের পড়াশোনায় ব্যবহার করি, ফলে পরিবার ও সমাজে আমার গ্রহণযোগ্যতা বেড়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে কাজ করছি, সিদ্ধান্ত গ্রহণ ও মতামত প্রদানে গুরুত্ব পাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১০

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১১

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১২

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১৩

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১৪

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১৫

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৬

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১৭

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৮

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৯

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X