ডেঙ্গু প্রতিরোধে ঢাকায় দুই সিটি করপোরেশনের এডিস মশা দমন অভিযানে বিভিন্ন ভবনে লার্ভা পাওয়ায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৫ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আদায় করেছে এক লাখ ২৩ হাজার টাকা। এ ছাড়া এডিস মশার প্রজননস্থল ধ্বংসে করপোরেশনের আওতাধীন এলাকার ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, অফিস ভবনে যাচ্ছে। যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে, সেখানে জরিমানা করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, বুধবার (১২ জুলাই) করপোরেশনের আওতাধীন পরীবাগ, শাগবাগ, উত্তর মুগদা, দক্ষিণ মুগদা, ঝিগাতলা, বাবুবাজার, দক্ষিণ যাত্রাবাড়ী, পূর্ব নন্দীপাড়া, পূর্ব শেখদি ও কুতুবখালী এলাকায় অভিযানে ২৬৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১২ মামলায় সর্বমোট ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, নগরীর ৯৭ শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে এবং প্রয়োজনে সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে। এরপর সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা অংশ নিচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চলছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানান, জুলাই মাসজুড়ে বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে ১০টি টিম গঠন করা হয়েছে। এসব টিম প্রতিদিন চলমান অভিযান তদারকি করছে। অভিযানের পঞ্চম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় ৫ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসি। এ ছাড়াও আরও ১০টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে এবং মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।
মন্তব্য করুন