কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ। ছবি : সংগৃহীত
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ। ছবি : সংগৃহীত

কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম শহরে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের সময় পুলিশ অন্যায়ভাবে বাধা প্রদান করে। একপর্যায়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নামলে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয়। আমরা মেধাবী শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‌‘যেকোনো ন্যায্য দাবিতে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। কার স্বার্থে এবং কেন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তা জানতে চাই।’

বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবৈধ সরকার যেকোনো আন্দোলনকেই ভয় পায়। তাই রাষ্ট্রীয় বাহিনীকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের ওপর লেলিয়ে দেয়। আমরা মনে করি, অবৈধ সরকারের প্রত্যক্ষ মদদেই শিক্ষার্থীদের ওপর এমন লজ্জাজনক হামলা চালানো হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের উসকানিমূলক বক্তব্য সেটাই প্রমাণ করে। আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ করছি, পুলিশের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বাধা প্রদান ও তাদের ওপর হামলা চালিয়েছেন।

পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।

বিবৃতিতে হুশিঁয়ারি দিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ালে সৃষ্ট যেকোনো ভয়াবহ পরিস্থিতির দায় ডামি সরকার ও তাদের লাঠিয়াল বাহিনীকেই নিতে হবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা মান্দানা

জানা গেল কখন লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ট্রাক্টর উল্টে একই পরিবারের ৩ নারী নিহত

প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ছিল ২ কোটি টাকার স্বর্ণ

পুকুরে ভাসছিল গলা ও পা বাঁধা বৃদ্ধার মরদেহ

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

দম্পতির সিগারেট খাওয়ার ছবি ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদাবাজি

বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট চালুর প্রস্তুতি

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

১০

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে সশস্ত্র হামলা

১১

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক 

১২

শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক ও দপ্তরি

১৩

সিল্কি, শাইনি আর হেলদি চুল পেতে ঘরোয়া টিপস

১৪

আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

১৫

বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি

১৬

আজ সারা দেশ কাঁদছে, মাদ্রাসার এতিম শিশুরাও দোয়া করছে : রিজভী 

১৭

নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি

১৮

বিপিএলে পাকিস্তানি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

১৯

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

২০
X