কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশিবিরের

শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ। ছবি : সংগৃহীত
শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় শিবিরের প্রতিবাদ। ছবি : সংগৃহীত

কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদ ও শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচি পালনের সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম শহরে শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদ বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত কর্মসূচি পালনের সময় পুলিশ অন্যায়ভাবে বাধা প্রদান করে। একপর্যায়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ মেধাবী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ ও গুলিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ও সাংবাদিক আহত হন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় নামলে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয়। আমরা মেধাবী শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‌‘যেকোনো ন্যায্য দাবিতে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। কার স্বার্থে এবং কেন জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে, আমরা তা জানতে চাই।’

বিবৃতিতে জানানো হয়, বর্তমান অবৈধ সরকার যেকোনো আন্দোলনকেই ভয় পায়। তাই রাষ্ট্রীয় বাহিনীকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে জনগণের ওপর লেলিয়ে দেয়। আমরা মনে করি, অবৈধ সরকারের প্রত্যক্ষ মদদেই শিক্ষার্থীদের ওপর এমন লজ্জাজনক হামলা চালানো হয়েছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের উসকানিমূলক বক্তব্য সেটাই প্রমাণ করে। আমরা উদ্বেগের সাথে আরও লক্ষ করছি, পুলিশের পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বাধা প্রদান ও তাদের ওপর হামলা চালিয়েছেন।

পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।

বিবৃতিতে হুশিঁয়ারি দিয়ে তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ালে সৃষ্ট যেকোনো ভয়াবহ পরিস্থিতির দায় ডামি সরকার ও তাদের লাঠিয়াল বাহিনীকেই নিতে হবে।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১০

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১১

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১২

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৪

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৫

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৬

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১৭

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

১৮

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

১৯

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে জানা গেল

২০
X