শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানিতে নিজেদের পদত্যাগের দাবি থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই সরকার এই সময়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তার মতে, ভবিষ্যতে আত্মরক্ষার্থে জামায়াত তাদের ঘনিষ্ঠ হলে আওয়ামী লীগের এই অবস্থান থাকবে না।
সরকারের জামায়াত-শিবিরকে নিষিদ্ধের উদ্যোগের প্রতিক্রিয়ায় মঙ্গলবার (৩০ জুলাই) রাতে কালবেলাকে সাইফুল হক এসব কথা বলেন।
গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি, গ্রেপ্তার, নির্যাতনের ঘটনায় সরকারের পদত্যাগের দাবিতে জনগণ ও সকল বিরোধী দল এখন সোচ্চার। এমন অবস্থায় সরকার নিজেদের আত্মরক্ষার জন্য পুরো ইস্যুকে ভিন্ন দিকে নিতে জামায়াতকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। সহিংসতার দায় চাপিয়ে জঙ্গি মতাদর্শ কিংবা জঙ্গিবাদী যুক্তিতে তারা এটা করতে যাচ্ছে। তবে আমাদের মতো একটি বহুত্ববাদী সমাজ কিংবা গণতান্ত্রিক পরিবেশে বিশেষ কোনো দলকে নিষিদ্ধ করে প্রকৃতপক্ষে তার মূলোৎপাটন করা সম্ভব নয়, যদি রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিকভাবে এটা করা না যায়।
তিনি বলেন, একাত্তরে যুদ্ধাপরাধের জন্য তাদের বিচার কিংবা দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবিটি মুক্তিযুদ্ধের পরই এসেছিল। কিন্তু বিগত ৫৩-৫৪ বছরে জামায়াতকে নিষিদ্ধ করা হয়নি। আবার জামায়াত প্রশ্নে আওয়ামী লীগের এটি (নিষিদ্ধের উদ্যোগ) নীতিনিষ্ঠ কোনো অবস্থান নয়। কালকে যদি দেখা যায়, জামায়াত আত্মরক্ষার জন্য কৌশল পরিবর্তন করে সরকার ও সরকারি দলের ঘনিষ্ঠ হতে চায়, সেক্ষেত্রে বাস্তবে আওয়ামী লীগের এই অবস্থানটা হয়তো থাকবে না।
মন্তব্য করুন