ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ও ওয়ার্ড নেতাদের নাম ব্যবহার করে কেউ অনৈতিক সুবিধা আদায় করলে তাকে ধরিয়ে দেওয়ার বিশেষ নির্দেশনা জারি করেছে মহানগর দক্ষিণ বিএনপি।
মঙ্গলবার (১৩ আগস্ট) মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিশেষ নির্দেশনার কথা জানানো হয়।
বিশেষ নির্দেশনায় বলা হয়- আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতাদের নাম ব্যবহার করে কেউ যদি কোনো অনৈতিক সুবিধা দাবি করে তৎক্ষণাৎ তাকে ওইখানে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।
একইসঙ্গে তার রাজনৈতিক পরিচয়সহ মহানগরের আহ্বায়ক, সদস্যসচিব এবং দপ্তরে অবহিত করার জন্য জনসাধারণের অনুরোধও জানিয়েছে মহানগর দক্ষিণ বিএনপি।
বিশেষ নির্দেশনার এই বিজ্ঞপ্তিতে মহানগর দক্ষিণের আহ্বায়ক: ০১৭৯০৪৩৫৪১৩, সদস্য সচিব: ০১৯১৬৩৬৪৬৯৭ এবং দপ্তর: ০১৭৮৯২৫২০২৮, ০১৭১৫৭৬৭৬৫৫ এই নম্বরে জানাতে বলা হয়েছে।
মন্তব্য করুন