কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০৯:৪৯ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার বিচার দাবি লায়ন ফারুকের

বক্তব্য রাখছেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লায়ন ফারুক রহমান। ছবি : কালবেলা

বৈষমবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার দাবি করেছেন ১২ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেছেন, দেশের প্রচলিত আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। গণহত্যার দায়ে জনগণ তার ফাঁসি চায়।

বুধবার (২১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ফারুক রহমান এসব কথা বলেন। পিলখানায় সেনা-গণহত্যা, ২৮ অক্টোবর গণহত্যা (লগি-বৈঠা), শাপলা চত্বরে গণহত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লায়ন ফারুক রহমান বলেন, গত পনের বছর শেখ হাসিনা সরকার বিএনপি-জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। শুধু তাই নয়, দেশের মানুষ ঘরে-বাহিরে শান্তিতে ঘুমাতেও পারেনি। গুম-খুন এবং গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছিলেন। সকল গুম-খুনের ঘটনার বিচার হতে হবে। এটা এখন দেশবাসীর চাওয়া।

এ সময় শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি দাবি জানান ১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বাকি মন্ত্রীদেরও অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, আজকে হাসিনা সরকার জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়ে তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে।

সভাপতির বক্তব্যে ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গত পনের বছর বাংলাদেশ রক্তের স্রোতের ওপর পরিচালিত হয়েছে। আমরা শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন-জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলাম ভুঁইয়া, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সালাম, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, জাগপা ঢাকা মহানগর নেতা আশরাফুল ইসলাম হাসু, নাসির উদ্দীন, আসাদুজ্জামান বাবুল, আনোয়ার হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাম্য হত্যা / ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগের ডাক ছাত্রদলের

প্রথমে ধোলাই, তারপর সেই নেতাকে পুলিশে দিল ছাত্র-জনতা

সাম্য হত্যার ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ ছাত্রদলের

ঢামেকে কান্নার রোল, সাম্যের মৃত্যু মানতে পারছে না কেউ

ছুরিকাঘাতে ঢাবি ছাত্রদল নেতা সাম্য নিহত

রাতে বাস থামিয়ে তিন পদের ২৮ মণ মাছ জব্দ

আওয়ামী দোসরদের বের করবে জুলাই ঐক্য, শুরু সচিবালয় থেকে

প্রতিপক্ষের হামলা / জিয়া সাইবার ফোর্সের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকসহ আহত ৭

ক্ষতিপূরণ পাচ্ছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার সম্ভাবনা

১০

কৌশলের রাজনীতি মানুষ দেখতে চায় না : চরমোনাই পীর

১১

টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১২

খুবি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষার্থী গ্রেপ্তার

১৩

সিরাজগঞ্জের সেই ভয়ংকর গুপ্তঘরের মালিকের স্বীকারোক্তি

১৪

নরসিংদীতে ভুয়া জুলাইযোদ্ধা তালিকা ও শিক্ষার্থীকে কুপিয়ে জখমের প্রতিবাদ

১৫

ববি ভিসিসহ প্রো-ভিসি ও ট্রেজারার অপসারণ

১৬

আশুলিয়ায় যুবদলের লিফলেট বিতরণ / ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম

১৭

চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয়পত্রে একাধিক ভুল, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

১৮

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির এক সদস্যকে বহিষ্কার 

১৯

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির বর্ষপূর্তি উদযাপন

২০
X