কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন দৌড় দিয়েছিলেন, জানালেন টুকু

গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত
গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

ঢাকার মাতুয়াইলে গত শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু স্লোগান দেওয়ার একপর্যায়ে হঠাৎ তিনি দৌড় দেন।

সুলতান সালাউদ্দিন টুকুর হঠাৎ দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই দৌড়ের বিষয়ে একটি ব্যাখ্যা দেন তিনি।

টুকু বলেন, আমি সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জায়গাতেই অবস্থান করেছি। যখন পুলিশ গুলি করে, তখন আমরা একটা সাইড নিয়েছি। একটা সাইডে পাল্টা অবস্থান নিয়ে হামলাকে মোকাবিলা করেছি। মাঠে যখন পুলিশ গুলি করে তখন একটা সাইড নিতে হয়, অবস্থান নিতে হয়। আমরা সেই অবস্থান নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছি।

তিনি বলেন, সেদিন পুলিশ গুলি করায় আমরা নেতাকর্মীদের নিয়ে একটু সাইডে অবস্থান নিয়েছি এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, গ্রেপ্তার করলে কর্মীদের মনোবল ভাঙে না, বরং এমন গ্রেপ্তারের পর সহযোদ্ধাদের মুক্তির জন্য নেতাকর্মীরা আরও স্প্রিড নিয়ে মাঠে নামে।

তিনি বলেন, আমাদের পিছু হটার কোনো পথ নেই। এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীদের দিন দিন বাড়বেই ইনশাল্লাহ। জনস্রোত দীর্ঘায়িত হবে এবং জনস্রোতের ঢেউয়ে এই সরকারের পতন হবে।

টুকু আরও বলেন, আমাদের ওপর হামলার পর নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের হামলাকে মোকাবিলা করেছে। হামলার পর আজকের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা সফল হব। ইনশাল্লাহ এই সরকারের পতন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ 

ভয়ে ভারত ছাড়তে চাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা

পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হলো পিএসএল

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

১০

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

১১

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

১২

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১৩

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১৪

যমুনার সামনে রাতভর যা যা হলো

১৫

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৬

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৭

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৮

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৯

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

২০
X