কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ১১:০৯ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন দৌড় দিয়েছিলেন, জানালেন টুকু

গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত
গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

ঢাকার মাতুয়াইলে গত শনিবার (২৯ জুলাই) বিএনপির অবস্থান কর্মসূচিতে স্লোগান দিচ্ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। কিন্তু স্লোগান দেওয়ার একপর্যায়ে হঠাৎ তিনি দৌড় দেন।

সুলতান সালাউদ্দিন টুকুর হঠাৎ দৌড় দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

সোমবার (৩১ জুলাই) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই দৌড়ের বিষয়ে একটি ব্যাখ্যা দেন তিনি।

টুকু বলেন, আমি সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত ওই জায়গাতেই অবস্থান করেছি। যখন পুলিশ গুলি করে, তখন আমরা একটা সাইড নিয়েছি। একটা সাইডে পাল্টা অবস্থান নিয়ে হামলাকে মোকাবিলা করেছি। মাঠে যখন পুলিশ গুলি করে তখন একটা সাইড নিতে হয়, অবস্থান নিতে হয়। আমরা সেই অবস্থান নিয়েই পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছি।

তিনি বলেন, সেদিন পুলিশ গুলি করায় আমরা নেতাকর্মীদের নিয়ে একটু সাইডে অবস্থান নিয়েছি এবং পরবর্তীতে প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা রাজপথে আছি, রাজপথে থাকব। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না।

আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার প্রসঙ্গে যুবদলের এই নেতা বলেন, গ্রেপ্তার করলে কর্মীদের মনোবল ভাঙে না, বরং এমন গ্রেপ্তারের পর সহযোদ্ধাদের মুক্তির জন্য নেতাকর্মীরা আরও স্প্রিড নিয়ে মাঠে নামে।

তিনি বলেন, আমাদের পিছু হটার কোনো পথ নেই। এক দফার আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটবে। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করছি, সেই আন্দোলনে মাঠে থাকা নেতাকর্মীদের দিন দিন বাড়বেই ইনশাল্লাহ। জনস্রোত দীর্ঘায়িত হবে এবং জনস্রোতের ঢেউয়ে এই সরকারের পতন হবে।

টুকু আরও বলেন, আমাদের ওপর হামলার পর নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পেয়েছে। তারা যৌথভাবে পুলিশ ও আওয়ামী লীগের হামলাকে মোকাবিলা করেছে। হামলার পর আজকের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিই প্রমাণ করে তাদের মনোবল বৃদ্ধি পাচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা সফল হব। ইনশাল্লাহ এই সরকারের পতন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ডিসেম্বরের মধ্যে জকসু নির্বাচন হবে : জবি উপাচার্য 

পাওয়ার প্লেতে দুর্দান্ত শুরুর পর সাইফের বিদায়

যুক্তরাষ্ট্রে সিকিউরিটি ডিভাইসের মাদারবোর্ড (পিসিবিএ) রপ্তানি করছে ওয়ালটন

ফোনে কথা বলতে বলতেই প্রাণ গেল যুবকের

জানুয়ারিতে সম্পূরক বৃত্তি পাবে শিক্ষার্থীরা : জবি উপাচার্য 

পুরুষের সঙ্গে একই বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয় : তনুশ্রী দত্ত

জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার পরিষদের নেতার 

ডাকসু-জাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি ইউটিএলের 

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

হানিয়া আমিরের পর ঢাকায় আসছেন ২ পাকিস্তানি গায়ক

১০

৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন রূপ ধারণ করেছে : নীরব

১১

আদালত চত্বরে নাটকীয়ভাবে আসামি অপহরণের চেষ্টা, আটক ১০

১২

নীরব ঘাতক থাইরয়েড ক্যানসার, এই ৬ লক্ষণ দেখলেই সতর্ক হোন

১৩

রাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি

১৪

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত : দুদু

১৫

ইতিহাসের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে স্বর্ণের দাম

১৬

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে রাশেদ খাঁনের পোস্ট

১৭

রাকসু নির্বাচন : ১৭ কেন্দ্রের ৯৯০ বুথে ভোট গ্রহণ

১৮

‘নিজের বিচারের দাবিতে’ কলেজ শিক্ষকের অবস্থান কর্মসূচি

১৯

জেলা আ.লীগের উপদেষ্টাসহ কারাগারে ২

২০
X