শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বেকারত্ব তরুণদের বড় ক্ষোভ : ভিপি নুর

বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা
বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি : কালবেলা

বেকারত্ব এই মুহূর্তে তরুণদের কাছে বড় ক্ষোভ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শনিবার (৩১ আগস্ট) সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের দেশ ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ -এই স্লোগানকে সামনে রেখে কর্মসংস্থানকে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি, চাহিদাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, যেকোনো জামানত ও বয়সসীমামুক্ত চাকরি, তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণকেন্দ্র তৈরি, সকল স্তরের প্রতিবন্ধি জনগোষ্ঠীকে শতভাগ কর্মসংস্থানের আওতায় আনা, বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণসহ তারুণ্যের ৭ দফা প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়।

নুরুল হক নুর বলেন, তরুণদের মাঝে এই মুহূর্তে বড় ক্ষোভ হলো বেকারত্ব, অন্যদিকে মাদকের ভয়াবহতা। ছাত্র-জনতার আন্দোলন চূড়ান্ত পরিণতিতে আসার কারণ হলো গত কয়েক বছর যাবত ছাত্রদের উপর দমনপীড়ন। এসব সাধারণ মানুষকে স্পর্শ করেছে। ফলে সাধারণ মানুষও এই আন্দোলনে অংশ নেয়। রংপুরে একজন ছাত্র বুক পেতে দিয়েছে- পুলিশ নির্মমভাবে তাকে গুলি করেছে। এসব বিষয় মানুষের মনকে স্পর্শ করেছে।

তিনি বলেন, এখনও পুলিশ মাঠে নামছে না, থানাগুলো সচল হচ্ছে না। এসব ভালো লক্ষণ না। আমরা বলছি, দ্রুত সময়ে প্রশাসনকে মাঠে নামাতে হবে। তাদেরকে কার্যকর করতে হবে। প্রশাসন কেন অপারেশন চালাতে ছাত্রদের সহযোগিতা নিচ্ছে? কারণ তাদের পর্যাপ্ত ফোর্স নেই। অনেকেই বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে। তাদের প্রতি আহ্বান- এই মুহূর্তে সরকারকে সময় দিন, এখন রাস্তায় নামার সময় না।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন-দুদকের সংস্কার করতে হবে, প্রশাসনকে আওয়ামীমুক্ত করতে হবে। এই সরকার দায়িত্ব নিয়েছে প্রায় এক মাস হয়ে যাচ্ছে। এখনও প্রশাসনকে আওয়ামীমুক্ত করতে পারেনি। প্রশাসনের সব জায়গায় আওয়ামী লীগের লোক থাকলে দেশ চলবে কীভাবে?

বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোরশেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এহসান মাহমুদ, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, সহসভাপতি প্লাবন আহমেদ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমানসহ যুব অধিকার পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়া এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, এলডিপি যুবদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ, জাতীয় যুব পরিষদের সভাপতি এস এম শামসুল আলম নিক্সন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব সংহতির আহবায়ক মো. হারুন অর রশিদ, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মানসুর আহমেদ সাকি, ইসলামী যুব মজলিসের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাহতাব ফারাবিসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র   

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪২ জনকে স্ট্যান্ড রিলিজ

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১০

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

১১

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১২

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১৩

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৫

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৬

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৭

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৮

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৯

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

২০
X