শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আহত নেতাকে দেখতে হাসপাতালে মৎস্যজীবী দলের নেতারা

আহত ফেরদৌস হাওলাদারের খোঁজখবর নিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আব্দুর রহিমসহ অন্যরা। ছবি : কালবেলা
আহত ফেরদৌস হাওলাদারের খোঁজখবর নিচ্ছেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আব্দুর রহিমসহ অন্যরা। ছবি : কালবেলা

সন্ত্রাসী হামলায় আহত হয়ে চিকিৎসাধীন মৎস্যজীবী দল নেতা ফেরদৌস হাওলাদারকে দেখতে হাসপাতালে যান সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুর রহিম।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে আব্দুর রহিমের নেতৃত্বে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও বরিশাল মহানগরীর নেতারা ফেরদৌস হাওলাদারকে দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। ফেরদৌস হাওলাদার মৎস্যজীবী দলের বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক।

এ সময়ে মৎস্যজীবী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জহিরুল ইসলাম বাসার, কেন্দ্রীয় নেতা মো. শাহাদত হোসেন, বরিশাল মহানগরের আহ্বায়ক সাইদুর আলম মিলন, সদস্যসচিব কামাল সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও মহানগরের নেতা আরিফ মৃধা প্রমুখ।

দুপুরে মৎস্যজীবী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ নেতা আল-আমিনের নেতৃত্বে বরিশাল মহানগরীর বঙ্গবন্ধু কলোনিসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন থেকে চাঁদাবাজি ও জমজমাট মাদক ব্যবসা চলে আসছে। গত বছরের ৫ অক্টোবরের পর এলাকাবাসী চাঁদাবাজিসহ মাদক কারবারের বিরোধিতা ও প্রতিবাদ করলে আল-আমিনসহ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে মৎস্যজীবী দলের বরিশাল মহানগরের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদারসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করে। আহত ফেরদৌসের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় এবং হাতুড়ি ও লোহার রডের আঘাতে তার হাত ও পায়ের হাড় ভেঙে যায়।

আহত অন্যরা হলেন- মো. তানজিল ও মো. সুমন। প্রাথমিকভাবে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে ফেরদৌস হাওলাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে এনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

বিজ্ঞপ্তিতে আব্দুর রহিম এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ব্রাহ্মণবাড়িয়ায় ‘তুই’ বলায় তুমুল সংঘর্ষ, শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই : গণতন্ত্র মঞ্চ 

চার দেশে বন্যায় ১৫০০ মৃত্যুর পর নতুন আতঙ্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের ‘কমপ্লিট শাটডাউন’ স্থগিত

শাহজালালে ‘এয়ারপোর্ট মিনি ফায়ার এক্সারসাইজ-২০২৫’ সম্পন্ন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

১০

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

১১

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

১২

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

১৩

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

১৪

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

১৫

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

১৬

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১৭

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১৮

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১৯

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

২০
X