জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
মৎস্যজীবী দল মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. শাহ আলমের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব কে এম সোহেল রানা ও উত্তরের সদস্য সচিব মো. বাকিবিল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অতিথি বক্তা ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম।
এ ছাড়া আরও বক্তব্য দেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিঞা, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, তারিকুল ইসলাম মধু, এ কে এম ওয়াজেদ, কাজী কামাল উদ্দিন আহমেদ বাঁদর মিঞা ও জহিরুল ইসলাম বাসার, মৎস্যজীবী দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হক মোল্লা, মহানগর উত্তরের আহ্বায়ক আমির হোসেন আমির এবং মরহুম রফিকুল ইসলাম মাহতাবের সন্তান মনিরুজ্জামান সোহেল।
স্মরণসভায় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সদ্য সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রাশেদ ও ফরিদ আহমেদ মানিক, ময়মনসিংহ উত্তরের সভাপতি হযরত আহমেদ সাকিব, ময়মনসিংহ দক্ষিণের আহ্বায়ক ওসমান গনি কুসুম, নোয়াখালী জেলার আহ্বায়ক ভিপি আলাউদ্দিন আলা, কেন্দ্রীয় নেতা হাজী আনোয়ার হোসেন, আবুল কালাম জমাদার, শেখ তাওলাত হোসেন, মো. ইব্রাহিম চৌধুরী, ফজলে কাদের সোহেল, হেমায়েত উদ্দিন হিমু, হাজী আবু বক্কর সিদ্দিক, জাহিদুল আলম মিলন, মো. সালামত উল্লাহ বাবুল, সুমন মুন্সী, শাহিন উদ্দিন স্বপন, শহীদ উল্লাহ শহীদ, আসলাম মুন্সী, মো. শাহাদত হোসেন, আমিরুল ইসলাম, ওমর ফারুক, ইঞ্জিনিয়ার গৌতম কুমার বিশ্বাস, কান্তীলাল দাস, শাহিন খান প্রমুখ।
পরে দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো, মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব, সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আব্দুল আউয়াল, মহানগরের সাবেক আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সপরিবারে আহত বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য করুন