কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শুধু ন্যায়বিচার চাই : গোলাম মোর্ত্তজা

এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত
এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত

সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককে মিথ্যা অভিযোগে যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

তিনি বলেন, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনাসহ যারা সরাসরি জড়িত তাদের কাউকে ক্ষমা করার সুযোগ নেই। আইনের আওতায় এনে প্রত্যেককে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছুই চাই না, শুধু ন্যায়বিচার চাই।

এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বক্স কালভার্ট রোডে দলীয় কার্যালয়ের আনোয়ার জাহিদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোলাম মোর্ত্তজা এসব কথা বলেন।

এনডিপির চেয়ারম্যান বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরিকল্পিতভাবে হাসিনার সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে। যেই দোষে তাকে দোষী করা হয়েছে, তিনি সে দোষের সঙ্গে সম্পৃক্তই ছিলেন না। মুক্তিযুদ্ধের সময়কালে তিনি পাকিস্তানে ছিলেন। অথচ যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের একজন বিচারপতি সাক্ষী দিতে চেয়েছিলেন, তাকেও আসতে দেওয়া হয়নি। এভাবে বহুজনকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হাসিনা সরকার হত্যা করেছে। আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি- তাদেরকে জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, এখনো আয়নাঘরে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা রয়েছে তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

মঞ্জুর হোসেন ঈসা আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে এনডিপিকে নিবন্ধন দিতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের সচিবসহ যারা এখন দায়িত্বে রয়েছেন, তাদের দায় নিতে হবে। কারণ, এনডিপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আরপিও অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের একজন যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, সে দলকে নিবন্ধন দিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেখানেও হাসিনা সরকার এনডিপির সঙ্গে প্রহসন করেছে। তিনি এনডিপির সহকারী মহাসচিব আনিসুজ্জামান খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, অনামিকা আজমী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম, শাহজাদী আয়েশা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, এমজি গোলাম মোস্তফা রাজু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহকারী মহাসচিব মোস্তফা মনির, খন্দকার জাহিদ, আরকে রিপন, ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুর রহিম জাহিদ প্রমুখ। এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট খালিদ

ভালুকায় নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পুলিশের ৬ ডিআইজিকে বদলি

২২ জেলায় বৃষ্টির পূর্বাভাস

লারমার সমাজ দর্শনকে গুরুত্ব দিতে হবে

জবিতে ম্যুরাল স্থাপনের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল

রাজধানীতে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

ওমরাহ পালনে সৌদি গেছেন খন্দকার মোশাররফ হোসেন

গণহত্যায় জড়িতদের বিচার অবশ্যই করতে হবে : রিজভী

হাইকোর্টে ২৩ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ

১০

পডিয়াট্রি অ্যাসোসিয়েশন / ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ

১১

দেশের মানুষ ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় : ড. ফরহাদ

১২

চবি তরুণ কলাম লেখক ফোরামের শপথ গ্রহণ

১৩

টেকনাফে সেনাবাহিনী পরিচয়ে চাঁদাবাজি, যুবকের কারাদণ্ড

১৪

বিদায়ের পথে শরৎ, দিয়ে যাচ্ছে সুখবর

১৫

কারাগারে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে সাবেক এমপি লতিফ

১৬

বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জহরুল-রিশাদ

১৭

দেশবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা খোকন চন্দ্র দাসের

১৮

দেশের প্রথম লিমিটলেস ইন্টারনেট প্যাক এনেছে গ্রামীণফোন

১৯

জনগণ তার বহুল প্রত্যাশিত ভোটের অপেক্ষা করছে : আমিনুল হক 

২০
X