কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শুধু ন্যায়বিচার চাই : গোলাম মোর্ত্তজা

এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত
এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত

সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেককে মিথ্যা অভিযোগে যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা।

তিনি বলেন, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যাকাণ্ডের সঙ্গে হাসিনাসহ যারা সরাসরি জড়িত তাদের কাউকে ক্ষমা করার সুযোগ নেই। আইনের আওতায় এনে প্রত্যেককে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছুই চাই না, শুধু ন্যায়বিচার চাই।

এনডিপির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বক্স কালভার্ট রোডে দলীয় কার্যালয়ের আনোয়ার জাহিদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গোলাম মোর্ত্তজা এসব কথা বলেন।

এনডিপির চেয়ারম্যান বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরিকল্পিতভাবে হাসিনার সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে। যেই দোষে তাকে দোষী করা হয়েছে, তিনি সে দোষের সঙ্গে সম্পৃক্তই ছিলেন না। মুক্তিযুদ্ধের সময়কালে তিনি পাকিস্তানে ছিলেন। অথচ যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের একজন বিচারপতি সাক্ষী দিতে চেয়েছিলেন, তাকেও আসতে দেওয়া হয়নি। এভাবে বহুজনকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হাসিনা সরকার হত্যা করেছে। আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি- তাদেরকে জাতি সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, এখনো আয়নাঘরে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা রয়েছে তাদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।

মঞ্জুর হোসেন ঈসা আরও বলেন, আগামী সাত দিনের মধ্যে এনডিপিকে নিবন্ধন দিতে হবে। অন্যথায় নির্বাচন কমিশনের সচিবসহ যারা এখন দায়িত্বে রয়েছেন, তাদের দায় নিতে হবে। কারণ, এনডিপি থেকে সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন। আরপিও অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের একজন যদি সংসদ সদস্য নির্বাচিত হয়, সে দলকে নিবন্ধন দিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেখানেও হাসিনা সরকার এনডিপির সঙ্গে প্রহসন করেছে। তিনি এনডিপির সহকারী মহাসচিব আনিসুজ্জামান খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ভূইয়া, অনামিকা আজমী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম, শাহজাদী আয়েশা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, এমজি গোলাম মোস্তফা রাজু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহকারী মহাসচিব মোস্তফা মনির, খন্দকার জাহিদ, আরকে রিপন, ঢাকা মহানগরের সদস্য সচিব আবদুর রহিম জাহিদ প্রমুখ। এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নে উদ্যোগ 

শিক্ষকদের বেতন-সুবিধা বাড়ল, জুলাই থেকে কার্যকর

রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন : প্রধান উপদেষ্টা

গান বাংলার তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতায় গেলে কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে : তারেক রহমান 

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে সুখবর দিল ভারত

হাফেজ্জী চ্যারিটেবলের উপদেষ্টা হলেন আ ফ ম খালিদ হোসেন ও মো. ইলিয়াস

কল্কির সিক্যুয়েলে সাই পল্লবী

বন্দরের নিয়ন্ত্রণ ইস্যুতে অস্ট্রেলিয়াকে সতর্ক করল চীন

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

স্ত্রী-সন্তানকে নিয়ে নির্বাচনী প্রচারে নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন

১২

বিএনপির আরও ১১ নেতাকে দুঃসংবাদ

১৩

একই পরিবারের ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

১৪

রাতে ঘুম না এলে যে দোয়া পড়তে বলেছেন নবীজি (সা.)

১৫

বিতর্কে দিলজিৎ দোসাঞ্জ

১৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল পরীক্ষার ফল প্রকাশ

১৭

ভোট নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুলের 

১৮

নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান মামুনুল হকের

১৯

রাজশাহীর জনসভায় তারেক রহমান

২০
X