সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে : সাইফুল হক

বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বিগত বছরগুলোতে দেশের লাখ লাখ শিক্ষার্থীকে গিনিপিগ বানানো হয়েছিল।

গোটা একটি প্রজন্মকে নিয়ে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা করা হয়েছে; ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষাব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত শিক্ষার পরিবর্তে যে কোনোভাবে পাস করানোই ছিল উদ্দেশ্য।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি একবিংশ শতাব্দীর উপযোগী আধুনিক, বিজ্ঞানমনষ্ক, গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, একদিকে শিক্ষার বৈষম্য সামাজিক বৈষম্যকে প্রকট করে তুলছে। আবার অন্যদিকে সামাজিক বৈষম্যও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য বাড়িয়ে তুলছে।

তিনি গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ ও সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই জাতীয় সংসদের মধ্য দিয়ে সংস্কারকে টেকসই রূপ দিতে পারেন।

সাইফুল হক আশা প্রকাশ করেন, রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের মতামত ও সম্মতির ভিত্তিতে অন্তর্বর্তী সরকার জরুরি কাজগুলো এগিয়ে নেবে।

তিনি উন্নয়নের নামে জনগণের সম্মতিহীন মেগা প্রকল্পগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করে অপ্রয়োজনীয় প্রকল্পগুলো স্থগিত ও বাতিল করার দাবি জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, জনগণের অর্থে আর কথিত উন্নয়নের নামে লুটপাটের সাদা হাতি আর পোষা যাবে না।

তিনি বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে অনেকে নানা বেসামাল ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে চলেছে। ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া দিয়ে খেতে চান তাদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

প্রতিনিধি সভায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি ও ছাত্র আন্দোলনের কর্তব্য নিয়ে ছাত্র প্রতিনিধিরা বক্তব্য দেন।

প্রতিনিধি সভায় আগামী ১৬ নভেম্বর বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

ছাত্রনেতা ফায়েজুর রহমান মুনিরকে আহ্বায়ক, রফিকুল ইসলাম অভিকে যুগ্ম আহ্বায়ক ও বিপ্লব হোসেন খানকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান মনিরের সভাপতিত্বে প্রতিনিধি সভায় সংহতি বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারীনেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী ও সদস্য সচিব মীর রেজাউল আলম, বিপ্লবী ছাত্র সংহতির সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, সংগঠনের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম অভি, তিথি সুবর্না, বিপ্লব হোসেন খান, রুপেন্টু চাকমা, সোহেল হোসেন, সাজ্জাদুল করিম আনভি, ফয়সাল আহমেদ মঈন, আল মামুন সৈকত প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১০

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১১

ঢাকায় আসছেন জাকির নায়েক

১২

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৩

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৪

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৫

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৬

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

১৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ৬ হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

১৮

জুলাইয়ের গাদ্দারদের সব রেকর্ড প্রকাশ করা হবে : মুনতাসির

১৯

যে ছয় ফিলিস্তিনি বন্দিকে ছাড়তে রাজি নয় ইসরায়েল

২০
X