রাজধানীর ডেমরার পূজামণ্ডপগুলো পরিদর্শন করলেন ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা—৫ আসনের সাবেক এমপি নবী উল্লাহ নবী।
ডেমরা-যাত্রাবাড়ীর পূজামণ্ডপ পরিদর্শনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ডেমরার ডগাইর, সারুলিয়া গরুর হাট এবং সারুলিয়া জিয়া চত্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় প্রতিটি পূজামণ্ডপ উপস্থিত পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন নবী উল্লাহ নবী। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা বিএনপির সভাপতি প্রত্যাশী মো. সেলিম রেজা, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রত্যাশী মো. আনিসুজ্জামান জামান।
সূত্রে জানা গেছে, ডেমরা—যাত্রাবাড়ী এলাকার পূজামণ্ডপের পাহারাদার হিসেবে নবী উল্লাহ নবী তার নেতা—কর্মীদের নির্দেশ দেওয়ার পর নেতাকর্মীরা সঠিক দায়িত্ব পালন করলেন কি না তা স্বচোখে দেখার জন্য প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করার ধারাবাহিক কর্মসূচি হিসেবে আজ ডেমরার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে পূজার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি তার নেতাকর্মদের পূজা নিরাপত্তার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। নেতার আগমনে পূজায় আগত সকলেই খুস বলে জানিয়েছেন সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতৃবৃদ্ধ।
ডগাইর মন্দির পরিদর্শন কালে নবী উল্লাহ নবী বলেন, আপনারা সংখ্যালগু পরিচয় দিয়ে নিজেদের ছোট করবেন না। আপনারা বাংলাদেশের জনগণ। আপনাদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করার জন্য আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার আপনাদের নিরাপত্তা এবং সকল প্রকার সুখ দুঃখের সাথী হতে অঙ্গীকার বদ্ধ।
ডেমরা সবচেয়ে বড় পূজামণ্ডপ সারুলিয়ার জিয়া চত্বরের পূজা উৎযাপন কমিটির সভাপতি শ্রী সজল সাহা বলেন, আমরা স্বরকালের সবচেয়ে বেশী নিরাপত্তা এবার পেয়েছি। জামান—সেলিম ভাই ওনার নেতাকর্মীদের নিয়ে শুরু থেকেই আমাদের সাথে ছিল সব সময় আমাদের খোঁজখবর নিয়েছে । আজ তাদের নেতা নবী উল্লাহ নবী ভাই আমাদের পূজায় এসে ধন্য করে দিয়েছে আমাদের এ উৎসবকে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
ডেমরা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি আবুল হোসেন, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই, ৭০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. গরিবুল্লাহ,সাধারণ সম্পাদক আবু নোমান বেপারি, ৬৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি জয়নাল আবেদীন, ৬৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন ডেমরা থানা বিএনপির নেতা মনির হোসেন খান, মোঃ অহিদুল ইসলাম, মো. আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মানিক সহ সিনিয়র নেতারা। প্রথম আসেন ৭০নং ওয়ার্ড দেইল্লা পূজামণ্ডপ, তারপর আসেন ৬৯ নং ওয়ার্ড বাউলা বাজার পূজামণ্ডপ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক বাইক মোঃ রুবেল আহমেদ রানা, ছাত্রনেতা আল আমিন সরকার আরও উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।
মন্তব্য করুন