তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ আটককৃত সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও রাজধানীসহ সারা দেশে সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে রোববার দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।
মিছিল করতে গিয়ে কুমিল্লায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৭ জনকে আটক করেছে এবং ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি জামায়াতের।
বিভিন্ন বিভাগের বিক্ষোভ সমাবেশে জামায়াতের নেতারা বলেন, জামায়াতকে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে সরকার বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে। জামায়াত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। আওয়ামী লীগ প্রতিদিন মিছিল করে মিটিং করে তাদের অনুমতির দরকার হয় না। অথচ আমাদের শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচির জন্য বারবার অনুমতি চাইলেও পুলিশ অনুমতি দেয় না। বক্তারা দ্রুত সরকারকে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ, দ্রব্যমূল্য ও জনদুর্ভোগ কমানো, লুটপাট বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় জনগণের মুক্তি নিশ্চিত করার লক্ষ্যে গোটা বাংলাদেশে গণআন্দোলন গড়ে তোলা হবে।
খুলনা মহানগরে বিক্ষোভ
কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে খুলনা মহানগরী জামায়াত। খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় মিছিলে অংশ নেন মুহাম্মদ শাহ আলম, মো. তৌহিদুর রহমান, মো. আবু তারিন, মো. ইকবাল হোসেন, আব্দুল গফুর, হানিফ বালী, মাহফুজুর রহমান প্রমুখ।
আরও পড়ুন : বিরোধী দলের ওপর নিষ্ঠুর দমননীতি চালাচ্ছে সরকার : ফখরুল
চট্টগ্রাম মহানগরীতে বিক্ষোভ
চট্টগ্রামে মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের নেতৃত্বে প্রবল বৃষ্টির মধ্যেও বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
ময়মনসিংহ মহানগর
বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর। নগরীর সানকিপড়া বাজার থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান।
নারায়ণগঞ্জে বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। মহানগর কর্মপরিষদের সদস্য মনোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন কফিল উদ্দিন আহমেদ, আবুল কালাম আজাদ, ফজলুল হাই জাফরী, খলিলুর রহমান টিটু, আব্দুল গফুর প্রমুখ।
গাজীপুর মহানগরে বিক্ষোভ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী। গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভুষির মিল থেকে শুরু হয়ে সাইনবোর্ড এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় গাজীপুর মহানগর জামায়াতের মো. হোসেন আলী, মো. আফজাল হোসাইন, মো. নজরুল ইসলাম, মো. মহিউদ্দিন প্রমুখ।
সিলেটে জামায়াতের বিক্ষোভ
সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। মোহাম্মদ শাহজাহান আলীর সভাপতিত্বে ও মোহাম্মদ আব্দুর রবের পরিচালনায় এতে অংশ নেন জয়নাল আবেদীন, মুজিবুর রহমান, মঞ্জুর রহমান, পারভেজ আহমদ ও ছাত্রশিবিরের সিদ্দিক আহমদ প্রমুখ।
মন্তব্য করুন