কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

বাকশালকে ডাস্টবিনে ছুড়ে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন শহীদ জিয়া : লায়ন ফারুক

বক্তব্য রাখছেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন লায়ন মো. ফারুক রহমান। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় বাকশালী শাসন ব্যবস্থাকে ডাস্টবিনে নিক্ষেপ করে জাতিকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, স্বৈরশাসনের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে জিয়াউর রহমান গণতন্ত্র রক্ষার ঘোষণা দিয়েছিলেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১২ দলীয় জোটের উদ্যোগে এক আলোচনা সভায় লায়ন ফারুক এসব কথা বলেন।

লেবার পার্টির চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানের হাত ধরে ৭ নভেম্বর ১৯৭৫ জাতি ভয়াবহ নৈরাজ্য ও সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা পায়। জাতি ফিরে আসে গণতন্ত্র ও উন্নয়নের ধারায়। ৭ নভেম্বরের অবিনাশী চেতনায় উজ্জীবিত বাংলাদেশ আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে চির জাগ্রত থাকবে। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বিজয়কে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে, সংহত করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব এম এ বাশার, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জাকির হোসেন, জমিয়তের সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস প্রমুখ।

অনুষ্ঠানে লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সদস্য আসাদ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুসহ জোটের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা পেলেন গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড ২০২৬

মেডেল নিয়েই বিদায়, এমবাপ্পের ইঙ্গিতে মাঠ ছাড়ল রিয়াল

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে কী কথা বললেন তারেক রহমান

দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

বাংলাদেশের ম্যাচ ঘিরে অচলাবস্থা, নতুন যে বিকল্প ভাবছে আইসিসি

জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর, অংশ নিতে পারবেন না নির্বাচনে

সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

বিকেলে ঢাকায় পৌঁছাবেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন

১০

আইনজীবী আলিফ হত্যার পলাতক আসামি গণেশ গ্রেপ্তার

১১

হৃতিকের জন্মদিনে ব্যতিক্রমী পুনর্মিলন 

১২

ইরানের নেতারা ফোন করেছেন, তারা বৈঠকে বসতে চায় : ট্রাম্প

১৩

ইরানের বিরুদ্ধে শক্তিশালী বিকল্প বিবেচনা করছে মার্কিন সেনাবাহিনী : ট্রাম্প

১৪

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান কত

১৫

আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

ভোট এলেই প্রতিশ্রুতি, হয় না সমাধান

১৭

সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার গল্প নিয়ে ছোট্ট সিনেমা ‘মা মনি’

১৮

জামায়াত আমিরের সঙ্গে যে আলোচনা হলো চীনা রাষ্ট্রদূতের

১৯

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

২০
X