কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘বঞ্চিত’ ক্রীড়া সংগঠকদের মাঠে ফেরাতে চায় বিএনপি : আমিনুল হক

চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত ‘ফ্যাসিবাদী’ আওয়ামী সরকারের বিগত দেড় দশকের শাসনামলে দলীয়করণে ক্রীড়াঙ্গনের যেসব ভালো সংগঠক বঞ্চিত হয়েছেন, বিএনপি তাদের আবার মাঠে ফিরিয়ে আনতে চায় বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে মিরপুর সোনালী অতীত ক্লাবের প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

আমিনুল হক বলেন, গত দেড় দশক ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের দলীয়করণে ক্রীড়াঙ্গনের যে সকল ভালো ক্রীড়া সংগঠক বঞ্চিত হয়েছেন; যারা মাঠে ছিলেন, কিন্তু মাঠে থেকেও হারিয়ে গেছেন- আমরা সেসব বঞ্চিত ভালো ক্রীড়া সংগঠকদেরকে আবার মাঠে ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, স্বৈরাচার আওয়ামী সরকার যেটা করেছে, বিএনপি তার উল্টোটা করতে চায়। আমরা কখনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ-রাজনীতিকরণ করব না, করতেও চাই না। আমরা এই বিষয়ে সকলের কাছে ওয়াদাবদ্ধ।

আওয়ামী সরকারের গত দেড় দশকের দুঃশাসনের চিত্র তুলে ধরে বিএনপি নেতা আমিনুল হক বলেন, হাসিনা সরকারের শাসনামলে আমরা কখনো উন্মুক্তভাবে কোনো খেলাধুলা বা সাংস্কৃতিক চর্চা করতে পারিনি। কোনো রাজনৈতিক কর্মসূচি ঠিকমতো পালন করতে পারিনি। ওই সময়টাতে আমরা কঠিন সময় অতিবাহিত করেছি। আজকে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছি।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আওয়ামী সরকার তাদের শাসনামলে দেশের ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংসের পথে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা সেই ধ্বংসপ্রাপ্ত ক্রীড়াঙ্গনকে টেনে তোলার জন্য কাজ শুরু করেছি। ইতোমধ্যে আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এবং জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছি। বিভাগীয় পর্যায়ে এই খেলাগুলো চলছে। এই দুটি টুর্নামেন্ট শেষ হওয়ার পর আমরা বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টুর্নামেন্ট শুরু করব। এভাবে পর্যায়ক্রমে আমরা খেলাগুলো জেলা-উপজেলা পর্যায় এমনকি ইউনিয়ন লেভেল পর্যন্ত নিয়ে যাবো। পাশাপাশি আমাদের দেশের জনপ্রিয় অন্য যে খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোকেও আমরা একেবারে দেশের তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে চাই। এই খেলার মাধ্যমে দেশের তৃণমূল লেভেল থেকে অনেক ভালো ও প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসবে; যারা একসময় দেশের পক্ষেও খেলতে পারবে।

খেলা উদ্বোধন করেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১০

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১১

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১২

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৩

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

১৪

যে কারণে বদলে ফেলা হলো ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

১৫

স্বাধীনতা-সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ করব না : লুৎফুজ্জামান বাবর

১৬

প্রিন্স রূপে শাকিব খান

১৭

‘আইনসিদ্ধ হোক বা না হোক, বিয়ে তো করেছিলাম’

১৮

ফ্যাসিবাদ আমলের মামলায় জুলাইযোদ্ধা তরিকুল কারাগারে : ছাত্র-জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়া 

১৯

পিনাকীকে বললেন রাশেদ : আপনি ইসলামিক মূল্যবোধ প্রচার করেন কিন্তু কেন ইসলাম গ্রহণ করেননি

২০
X