কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না’

‘বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না’

বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শুক্রবার (২৯ নভেম্বর) যাত্রাবাড়ীর শহীদদের স্মরণে শহীদী ঐক্য চত্বরে (যাত্রাবাড়ী মোড়) আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি যাত্রাবাড়ী থানা শাখা আয়োজিত এক জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, যাত্রাবাড়ী আমাদের নতুন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তৈরির জায়গা। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে যে নতুন বাংলাদেশের জন্ম তার বীজ রোপিত হয়েছে যাত্রাবাড়ীতে। আমরা সরকারকে বলব, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন তাদের খবর নেন, শহীদদের পরিবারের খবর নেন তারা কেমন আছে, কী অবস্থায় আছে। এই শহীদদের বাংলাদেশে পতিত স্বৈরাচার নতুন করে ইসকনের ওপর ভর করে সাম্প্রদায়িক সংঘাত তৈরির অপচেষ্টা চলছে। বাংলাদেশ কোনো উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করবে না।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যাত্রাবাড়ী থানা আহ্বায়ক সুলতান মোহাম্মদ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক ও যাত্রাবাড়ীর অন্যতম শহীদ আব্দুর রহমান জিসানের মা জেসমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, উপদেষ্টাদের এসি রুম থেকে বের হয়ে জনগণের দুঃখ-দুর্দশা শুনতে হবে। জুলাই বিপ্লবের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের খোঁজ রাখতে হবে। এই যাত্রাবাড়ী এক সময় চাঁদাবাজ আর সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছিল। নতুন করে এ যাত্রাবাড়ী আবার চাঁদাবাজদের দখল হওয়ার সুযোগ এই সরকারকে রুখতে হবে। এটাই এবি পার্টির সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি। তিনি এলাকাবাসীকে এবি পার্টিতে যুক্ত হয়ে সমস্যা সমাধানের রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিএম নাজমুল হক বলেন, আমার বাংলাদেশ পার্টি গোটা বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংগ্রামী ভূমিকা রেখেছে। এখন নতুন বাংলাদেশ গঠনে আমরা আপনাদের সাথে নিয়ে ভূমিকা রাখতে চাই। ঢাকা মহানগরীতে জনগণের সমস্যার কোনো অন্ত নেই। এই সমস্যাগুলো চিহ্নিত করে আমরা তার সমাধানে আপনাদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সমাধানের উদ্যোগ নিতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারলে জুলাই শহীদদের রক্তের প্রতি অবিচার করা হবে। তিনি সরকারকে জনগণের সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য দেন এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব সফিউল বাসার, আহমাদ বারকাজ নাসির, ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স, নারায়ণগঞ্জের সমন্বয়ক শাহজাহান ব্যাপারী, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাহমুদ আজাদ, পল্টন থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, মহানগর সমাজসেবা সম্পাদিকা ফেরদৌসী আক্তার অপি, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম, যাত্রাবাড়ী থানা সদস্য সচিব নাসিমুল ইসলাম অন্তর, যুগ্ম সদস্য সচিব মুহিবুল্লাহসহ মহানগরী ও যাত্রাবাড়ী থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

মায়ামিতে হতে যাচ্ছে লা লিগার ম্যাচ!

বিএনপি এককভাবে ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজি বাড়বে : চরমোনাই পীর

আওয়ামী সংশ্লিষ্টতা বিতর্কে বিসিবি থেকে বাদ ইসফাক আহসান

সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক

বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে যা বললেন আমিনুল

১৩ বছরের দুর্ভোগ থেকে মুক্তি চায় গাজীপুরবাসী

সুন্দরবনে ভেসে গিয়ে বেঁচে ফিরলেন কুয়াকাটার পাঁচ জেলে

শিশু হত্যার দায়ে একজনের ৭ বছরের কারাদণ্ড

সুদের টাকা আদায়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন

১০

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

১১

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক কমিটি গঠন

১২

বৃষ্টি ও ভ্যাপসা গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

১৩

গুগলে দ্রুত প্রয়োজনীয় তথ্য জানার ৭ কৌশল

১৪

পুনরায় বিসিবির পরিচালক নির্বাচিত হলেন মনজুর আলম

১৫

নিষেধাজ্ঞা অমান্য করে আ.লীগ নেতা ও তার ছেলের ইলিশ শিকার

১৬

কবরস্থান-মসজিদ রক্ষায় রেলকর্মীদের আলটিমেটাম

১৭

ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকার / এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

১৮

চাকরিচ্যুত সেনা সদস্যের প্রতারণা, সেনা অভিযানে গ্রেপ্তার

১৯

কোরআনে হাফেজের ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X