কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আগামী জুনের মধ্যেই নির্বাচন চান লায়ন ফারুক

১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা
১২ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন লায়ন ফারুক। ছবি : কালবেলা

নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষে আগামী জুন মাসের মধ্যেই নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ১২ দলীয় জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে লায়ন ফারুক এ আহ্বান জানান। দেশবিরোধী অপতৎপরতা, সাবেক কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

১২ দলীয় জোটের এই অন্যতম শীর্ষনেতা বলেন, আগামী জুন মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। গত ১৬ বছর ধরে ভোটাধিকারবঞ্চিত দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। দীর্ঘ ১৬ বছর দেশে লড়াই-সংগ্রাম হয়েছে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এবং দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকার প্রয়োজন।

তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। নির্বাচনমুখী সংস্কার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচিত পরবর্তী সরকার বাকি সংস্কার কাজগুলোকে এগিয়ে নিবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখায় রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের কথা বলা হয়েছে।

ফারুক রহমান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা এখনো বহাল রয়েছে। অবিলম্বে তাদের অপসারণ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, সচিবালয়ে আগুনের সঙ্গে পতিত ফ্যাসিবাদের দোসররা জড়িত থাকতে পারে। পতিত আওয়ামী লীগ রাজনীতিতে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্র, ধ্বংসের পথ বেছে নিয়েছে।

১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ১২ দলীয় জোট প্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। এতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নয়া গণতান্ত্রিক পার্টির মহাসচিব ইমরুল কায়েস, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম ও কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অযত্নে ‘অসুস্থ’ কোটি টাকার রেসকিউ বোট

হত্যাসহ ১২ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

ভূমিকম্পে চট্টগ্রামেও হেলে পড়েছে ভবন, বাসিন্দাদের জন্য মাইকিং

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

রিকশাচালকদের চাঁদা বন্ধের আশ্বাস আমিনুল হকের

আলাউদ্দিন মৃধা হত্যা মামলার আসামি মিন্টু গ্রেপ্তার

দেশের প্রথম আন্তঃচেইন হোটেল ‘ডি মোর’ লয়্যালটি ক্লাবের যাত্রা শুরু

২৮ জেলে-মাঝিসহ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

১০

শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১১

হোয়াটসঅ্যাপে ফিরছে পুরোনো সেই ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীতে শীতবস্ত্র বিতরণ

১৩

পোল্যান্ডে প্যাট্রিয়টসহ সেনা মোতায়েন নেদারল্যান্ডসের

১৪

দরজার ধাক্কায় আঙুল ভেঙে ফেললেন তারকা খেলোয়াড়

১৫

নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র?

১৬

বাংলাদেশে হিন্দু-মুসলিম-খ্রিষ্টানে ভেদাভেদ নেই : ড. এমএ কাইয়ুম

১৭

যতদিন ইনসাফ কায়েম না হবে ততদিন সংগ্রাম চলবে : সাদিক কায়েম

১৮

নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা 

১৯

গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় অগ্নিকাণ্ডের চেষ্টা

২০
X