কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে’

জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন।

সোমাবার (২০ জানুয়ারি) বিকেলে ’৬৯ থেকে ’২৪, শহীদ আসাদ থেকে শহীদ আবু সাঈদ, গণঅভ্যুত্থান থেকে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতির রোডম্যাপ নিয়ে বাংলামোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের ছাত্ররা এদেশে আওয়ামী লীগকে কোনো পুনর্বাসন ও রাজনীতি করতে দেবে না। এজন্য ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের রাজনীতির রোডম্যাপ করতে হবে।

আখতার হোসেন বলেন, আমরা যে ফ্যাসিবাদীর বিলোপ করার কথা বলছি তাদের মধ্যে প্রথম হলো আওয়ামী লীগ এবং একইভাবে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা ও ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছে বর্তমান সংবিধান ’৭২-এর সংবিধান। তাই ফ্যাসিবাদীকে বিলোপ করতে হলে ’৭২-এর সংবিধান মুজিববাদী সংবিধান বিলোপ করতে হবে। এজন্য নতুন সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায়। আপনারা দেশের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন- দেখেন, দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথা বলেন- দেখেন তারা ’৭২-এর সংবিধান বাতিল করে নতুন সংবিধান চায়।

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, নতুন সংবিধানে কী হবে তরুণরা রোডম্যাপ তৈরি করলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো তৈরি করতে পারেনি। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি সংস্কার দরকার। বাংলাদেশের বিচার বিভাগ ও সচিবালয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে সংস্কার দরকার।

এ ছাড়াও তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হয়নি। দেশের সব মানুষ তাদের স্বেচ্ছায় আন্দোলনে অংশ নিয়েছে। আমরা বহুবার বলেছি বর্তমান সরকার একটা সংস্কারের পরিস্থিতি তৈরি করবে। দেশের মানুষও তা চায়। শুধু শেখ হাসিনা বিদায়ে অন্যকোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এজন্য দেশের মানুষ জীবন দেয়নি। দেশের রাজনীতিতে গণতন্ত্র ও বহু দলীয় ব্যবস্থা থাকতে হবে।

একটা নতুন ব্যবস্থার মধ্যে দিয়ে নতুন রাজনীতির মধ্য দিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশে যেন অতীতের কোনো ফ্যাসিবাদ আসতে না পারে এবং ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে। যেমন করে শহীদ আসাদ, নুর হোসেন, আবু সাঈদদের জীবন দিতে হয়েছে এমন করে যেন আর কারো জীবন দিতে না হয়। এজন্য বর্তমান সরকারের দায় আছে। শুধু রাজনৈতিক দলের হুমকি-ধমকিতে নির্বাচন দিয়ে চলে যাবেন এমন যেন না হয়। বর্তমানে যে সংস্কারের যে সুপারিশ তা বাস্তবায়ন করতে হবে। মানুষের আশা আশঙ্কা পূরণ করতে হবে।

আলোচনা সভায় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ভারতের শুভসূচনা

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

এমবাপ্পের হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

বিএনপির পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নর্থ আমেরিকা পররাষ্ট্র কমিটির বৈঠক

বিএনপি ক্ষমতায় এলে সকলে মিলে দেশ গড়বো : ড. ফরিদুজ্জামান ফরহাদ

বকেয়া বিল আদায়ের ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অপপ্রচার

ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে : সেলিমুজ্জামান 

১০

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘প্রবাহ’

১১

চবির ফারসি বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়ম অভিযোগ গেল দুদকে

১২

একজন চিকিৎসক দিয়েই চলছে হাসপাতাল

১৩

চারদিন পর খাগড়াছড়িতে অবরোধ স্থগিত

১৪

চলতি অর্থবছর কেমন হবে, জানাল এডিবি

১৫

বিএনপি ক্ষমতায় এলে সবাই মিলে দেশ গড়ব : ড. ফরিদুজ্জামান

১৬

সিপিআর বাঁচাতে পারে হার্ট অ্যাটাকের লাখো প্রাণ

১৭

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আসামি গ্রেপ্তার

১৮

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

২০
X