কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০২:২১ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত সরকার : এবি পার্টি

এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
এবি পার্টির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের ১ দফা দাবিতে শুক্রবার (১৮ আগস্ট) আবারও রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। বিজয়নগরস্থ দলীয় কার্যালয় থেকে সকাল সাড়ে ১১টায় পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

সেগুনবাগিচা, কাকরাইল ও নাইটিঙ্গেল হয়ে মিছিলটি নয়াপল্টনের দিকে যেতে চাইলে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ মিছিলের গতিপথ আটকে দেয়।

এ সময় বিক্ষুব্ধ কর্মীরা স্লোগান দিতে থাকলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে এবি পার্টির সিনিয়র নেতাকর্মীরা মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়। ১ দফার দাবিতে মিছিলটি পরে পুরানা পল্টন ও পল্টন মোড় ঘুরে বিজয়-৭১ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

দলের সিনিয়র সরকারি সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও মহানগর দক্ষিণ আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গত ১৫ বছরে জনগণ ভোট দিতে পারেনি। বিরোধীদলের ওপর হামলা, মামলা করে এমনকি জানাজা নামাজেও হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ নির্ভয়ে কোনো ভোট দিতে পারবে না। এখন এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি মানুষকে জানাজা পড়তে দেন না, কবর জিয়ারত করতে দেন না, ভোটতো দিতে দেন না। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, দেশের মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিন।

বিশেষ অতিথি মজিবুর রহমান মঞ্জু বলেন, কোনো জনপ্রিয় রাজনৈতিক দল বা সরকার ক্ষমতা হারানোর ভয়ে এত ভীত হয় না। কিন্তু শেখ হাসিনার সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে চরমভাবে আতঙ্কিত। ভয় ভীতি ছড়িয়ে, হামলা মামলা করে, গুম খুনের মাধ্যমে তারা যে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা তারা পারেনি। তারা দেখেছে জনগণকে তারা যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে কিন্তু এর মাধ্যমে আওয়ামী লীগ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের যে সুযোগ তা তারা হারিয়েছে এখন তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা ছাড়তে হবে।

তিনি বলেন, অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা হারিয়েছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, আওয়ামী লীগকেও একই ভাগ্য বরণ করতে হবে।

আওয়ামী লীগ আইউব খান ও ইয়াহিয়ার পথ অনুসরণ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে’ উল্লেখ করে তিনি বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শাসক হিসেবে শেখ হাসিনা আইয়ুব-ইয়াহিয়ার পাশে নিজের নাম লিখাতে চায়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (রানা), এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুটানকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা ফয়সাল আলীমের গণসংযোগ ও পথসভা

ভারতে আ.লীগের রাজনৈতিক অফিস চালু নিয়ে কড়া অবস্থানে সরকার

সাতক্ষীরায় জেল পলাতক ১১ মামলার আসামি গ্রেপ্তার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের

শিল্টনের বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান গোলকিপার

ফিল্ম স্টাইলে ব্যবসায়ীর বসতঘরে গুলি

জানা গেল দিল্লির মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে চড় মারার কারণ

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? হতে পারে যেসব বিপদ

ডিএমপির সাবেক এডিসি নাজমুল বরখাস্ত

১০

বৈদেশিক কর্মসংস্থানের নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন

১১

পাথরকাণ্ডে দুদকের তালিকায় সেই মোকাররিম

১২

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৩

‘সমন্বিত শিক্ষার্থী সংসদ’ প্যানেলে সেই মাহিন সরকারসহ প্রার্থী হলেন যারা

১৪

জানা গেল আইসিসি র‍্যাঙ্কিং থেকে রোহিত-কোহলির নাম মুছে যাওয়ার কারণ

১৫

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

১৬

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

১৭

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

১৮

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

১৯

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

২০
X