কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই বিপ্লবের চেতনা ভূলণ্ঠিত করা যাবে না : হাসান জাফির তুহিন 

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের সভায় উপস্থিত নেতারা। ছবি : কালবেলা

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, যে চেতনা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল তা ভূলণ্ঠিত করা যাবে না। গণতন্ত্র, ভোটাধিকার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে পতিত আওয়ামী স্বৈরশাসককে বিদায় করেছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আগমী ২২ ও ২৩ ফেব্রুয়ারি মানিকগঞ্জের আরিচাঘাটে দুদিনব্যাপী কৃষক সম্মেলন সফল করার লক্ষ্যে কৃষক দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তুহিন বলেন, বাংলাদেশে আগে যেসব বিপ্লবের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব ব্যাকগ্রাউন্ড ছিল। জনগণই তাদের লিডারশিপ দিয়েছে। কিন্তু এখানে বুঝতে হবে জুলাই বিপ্লব গুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে হয়নি। এখানে ছাত্র-জনতা, শ্রমজীবী এবং ফুটপাতের হকাররাও শহীদ হয়েছেন। বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। তাই এখানে একক কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, অরাজনৈতিক সরকার যখন রাজনৈতিক দলের খবরদারি করে তখন গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার যেভাবে জনগণের সুখ-দুঃখ বুঝবে তা অনির্বাচিত সরকার পারবে না। যেমনটা আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় দেশবাসীর প্রতি কোনো দরদ ছিল না।

সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, আদর-ভালোবাসা এবং জনসমর্থন জোর করে আদায় করা যায় না। যেমনটি আওয়ামী লীগ পারেনি। যারা নতুন দল করতে চাচ্ছেন, তাদের উদ্দেশে বলবো- আগে জনগণের পালস বুঝতে শিখুন। তৈরি খাবার খাওয়ার মাঝে কোনো কৃতিত্ব থাকে না। বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে অজস্র জীবনের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে। আর হঠাৎ করেই নতুন রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের সফল হবে না, ইনশাআল্লাহ।

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, অ্যাড. নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, ভিপি ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, শাহ আব্দুল্লাহ আল বাকী, কৃষিবিদ শাহ মো. মুনিয়া রহমান, ইউসুফ আলী মোল্লা, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল

‘মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব’

বাংলাদেশ থেকে উড়ে যাওয়া বেলুন নিয়ে ভারতে তুলকালাম

আইপিএল প্রসঙ্গ টেনে বিপিএলে প্রশ্ন, বিরক্ত নবী

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

অর্থ আত্মসাৎ মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

কিউবায় তেল সরবরাহ বন্ধের হুমকি ট্রাম্পের

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের হাজির মৃত্যু

বার্সার কাছে হার, তবু নিরাপদ জাবির চেয়ার

১০

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

১১

কিশোর বয়সে ইতিহাস গড়লেন ওয়েন কুপার

১২

বড় ভাইয়ের পর এবার গ্রেপ্তার ছোট ভাই

১৩

কর্মজীবনে বিরতির পর ফিরে আসা, আত্মবিশ্বাস পুনর্গঠনে এক নারীর গল্প

১৪

ক্যারিয়ারের প্রথম গোল্ডেন গ্লোব জয় করলেন টিমোথি চালামেট

১৫

এক মাস জিহ্বা পরিষ্কার না করলে যেসব জটিলতা দেখা দিতে পারে

১৬

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

১৭

শৈত্যপ্রবাহ নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

১৮

ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি 

১৯

সিলেটে কেন নেই তাসকিন? জানাল ঢাকা ক্যাপিটালস

২০
X