

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম ধর্মকে বিকৃত করে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না। তাই দেশকে আর বিভ্রান্তের দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে জয়নুল আবদিন ফারুক বলেন, কর্মসূচি নিয়ে মাঠে থাকুন, রাজনীতিবিদদের বেহেশতের কথা না বলাই ভালো।বানচালের চেষ্টা না করে নির্বাচনে অংশগ্রহণ করে আপনারা আপনাদের জনপ্রিয়তা যাচাই করুন।
রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করাই ভালো মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা জামায়াতের উদ্দেশ্যে আরও বলেন, কর্মসূচি নিয়ে মাঠে যান, সাহস থাকলে নির্বাচনে আসুন।
বিরোধীদলের সাবেক এই চিফ হুইপ বলেন, বেহেশতে নিয়ে যাবে বলে ভোট নেওয়া এতো সহজ না। শেখ মুজিবও ভোট চুরি করেছে। শেখ মুজিবের মেয়ে শেখ মুজিবকে কপি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই আর হিংসা নয়, বিদ্বেষ নয়। আসেন আমরা সবাই ’৭১ যুদ্ধ ও জুলাই বিপ্লবের কথা স্মরণ করে ভাই ভাই মিলে নির্বাচনের প্রস্তুতি নেই।
ড. ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি পৃথিবীর মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ডান বামে না তাকিয়ে আপনার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন কারণ এই নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে।
জাতীয়তাবাদী ওলামা দল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মাওলানা মুফতি মো. আলমগীর হোসাইন খলিলী সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা মোঃ আবুল হোসেন,ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হাফেজ জাহাঙ্গীর আলম সহ প্রমুখ।
মন্তব্য করুন