শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
রাজকুমার নন্দী
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

একদফা দাবিতে ‘বড় জমায়েত’ করে মাঠে নামবে বিএনপি

শরিকদের সঙ্গেও আলোচনা
একদফা দাবিতে ‘বড় জমায়েত’ করে মাঠে নামবে বিএনপি

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে জুলাই থেকে আন্দোলনে নামতে চায় বিএনপি।

জুলাই মাসে ঢাকায় বড় সমাবেশ বা জমায়েত করে কর্মসূচি ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে দলটি। একদফা হলেও কর্মসূচির ভেতরে কয়েকটি দাবি থাকবে। তবে কী দাবি সন্নিবেশিত হবে, তা নিয়ে এখন বিএনপির নীতিনির্ধারকরা যেমন চিন্তাভাবনা করছেন, তেমনি যুগপতের শরিকদের সঙ্গেও আলোচনা চলছে।

জানা গেছে, সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের মুক্তি, মামলা প্রত্যাহারের দাবি মিলিয়ে একদফাহতে পারে। দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের ভিত্তি হিসেবেযৌথ ঘোষণাপত্রচূড়ান্ত করেই একদফার আন্দোলনে যেতে চায় প্রধান শরিক বিএনপি। তার আগে আলোচনার মাধ্যমে ইস্যুতে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সৃষ্ট মতানৈক্য দূর করতে চান নীতিনির্ধারকরা। তবে ঘোষণাপত্র নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে দলটি তার নিজস্ব প্ল্যাটফর্ম থেকেও একদফার আন্দোলন ঘোষণা করতে পারে। আর সেক্ষেত্রে দাবি আদায়ে মিত্ররা যার যার অবস্থান থেকে সেই আন্দোলন চালিয়ে যাবে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে একদফার আন্দোলন নিয়ে এমন আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এটা নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠেয় দলের নীতিনির্ধারকদের বৈঠকে আবারও আলোচনা হবে। এর আগে যুগপতের শরিকদেরও মতামত নেওয়া হচ্ছে।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য . খন্দকার মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, ১০ দফার ভিত্তিতে গত ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনে আছি। এখন সরকারের বিদায়ের লক্ষ্যে একটি দফা ঠিক করা হচ্ছে। এক দফার সেই আন্দোলন কাঠামো নিয়ে যুগপতের শরিকদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি, ঐকমত্যের ভিত্তিতে শিগগির এক দফার ঘোষণা দেওয়া সম্ভব হবে। এর আগে গত মাসের শেষদিকে ঢাকার বাইরে বিএনপির এক জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেছিলেন, ‘রাজপথে ফয়সালা করার যে আন্দোলন, অতি শিগগির সেই আন্দোলনের ডাক পাবেন। সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নিন।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে একদফা আন্দোলনের পাশাপাশি রাষ্ট্র মেরামতেরযৌথ ঘোষণাপত্রচূড়ান্তকরণ নিয়েও আলোচনা হয়েছে। আগের কয়েকটি বৈঠকের মতো বৈঠকেও ঘোষণাপত্রের পক্ষে-বিপক্ষে আলোচনা হয়েছে। তবে বেশিরভাগ নীতিনির্ধারকের অভিমত, বিএনপির সামনে এখন আর খুব বেশি সময় নেই, যা করার সেপ্টেম্বরের আগেই করতে হবে। তাই, ঘোষণাপত্র নিয়ে আর সময়ক্ষেপণের সুযোগ নেই। এখন সময় এসেছে এক দফার আন্দোলনে যাওয়ার। আলোচনার মাধ্যমেযৌথ রূপরেখাইস্যুর সমাধান হলে ভালো, না হলে যার যার অবস্থান থেকে আন্দোলন করে যেতে হবে।

বিএনপি গণতন্ত্র মঞ্চ সূত্রে জানা গেছে, মোটা দাগে তিনটি দফায় আটকে রয়েছে বিএনপি প্রণীত ৩১ দফা খসড়া যৌথ রূপরেখাটি। সেগুলো হলো : সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এমপিদের ক্ষমতা এবং নির্বাচনকালীন সরকারের কার্যক্রম। এর আগে এটা নিয়ে একাধিক বৈঠক হলেও উভয়পক্ষ নিজ অবস্থানে অনড় থাকায় সংকট কাটেনি। তবে দেশ জাতির স্বার্থে প্রয়োজনীয় ছাড় দিয়ে ন্যূনতম ঐকমত্যের জায়গাগুলো নির্দিষ্ট করেযৌথ ঘোষণাপত্রচূড়ান্তকরণের ব্যাপারে একমত হন তারা। ব্যাপারে এখন আলোচনা চলছে।

যৌথ রূপরেখাপ্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, যৌথ ঘোষণাপত্র চূড়ান্তকরণের ক্ষেত্রে যেসব দফা নিয়ে গণতন্ত্র মঞ্চের আপত্তি রয়েছে, সেগুলো সমাধানের সম্ভাব্য উপায় লিখিত আকারে বিএনপিকে জানানোর কথা বলা হয়েছে। সেটা জানালে তারপর স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে এক দফার আন্দোলন বিষয়ে যুগপতের শরিক জোট দলগুলোর সঙ্গেও এরই মধ্যে আলোচনা হয়েছে বিএনপির। গতকাল বুধবার ১২ দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে ইস্যুতে ফের তাদের মতামত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, মিত্ররা ঈদের পর থেকে এক দফার আন্দোলন শুরুর পরামর্শ দিয়েছেন। ছাড়াযৌথ ঘোষণাপত্রইস্যুতে বিএনপির অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। কিছুদিন ধরে দলের বিভিন্ন জেলা মহানগরের গুরুত্বপূর্ণ নেতা, দলের সাবেক এমপি-মন্ত্রী এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রাথমিক চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব। এর বাইরে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গেও কয়েক দফা সমন্বয় বৈঠক করেছেন। এর আগে গত ফেব্রুয়ারি মার্চে দলসমর্থিত প্রায় সাড়ে হাজার সাবেক বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় করে বিএনপির হাইকমান্ড। এসব বৈঠকে সবাইকে দ্রুত এক দফার আন্দোলনে নামার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফার ভিত্তিতে গত ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন শুরু করে শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেওয়া বিএনপি। ঈদুল ফিতরের আগ পর্যন্ত যুগপৎভাবে নানা কর্মসূচি পালিত হয়। ওই সময় পর্যন্ত গণমিছিল, গণঅবস্থান, মিছিল, বিক্ষোভ সমাবেশ, গণসমাবেশ, মানববন্ধন, পদযাত্রার মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়। তবে ঈদের পর থেকে বিএনপি এককভাবে কর্মসূচি করছে। সর্বশেষ গত ১৭ মে থেকে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী পদযাত্রা জনসমাবেশ করে দলটি। ছাড়া লোডশেডিংয়ের প্রতিবাদে গত জুন জেলায় জেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আর ঘন ঘন লোডশেডিং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে গত মঙ্গলবার চট্টগ্রাম খুলনা মহানগর ছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণসহ সারা দেশের মহানগরগুলোতে পদযাত্রা করেছে। আগামীকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং চট্টগ্রাম খুলনা মহানগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির কর্মসূচির মধ্যেই ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে ১১ দফার ভিত্তিতেতারুণ্যের সমাবেশকরছে দলটির প্রধান তিন অঙ্গ সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল। আন্দোলনে তরুণদের সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। তিন সংগঠনের তারুণ্যের সমাবেশগুলোয় গত বছরের বিএনপির বিভাগীয় গণসমাবেশের আবহ তৈরি করতে চান নীতিনির্ধারকরা। গতকাল বুধবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। ২২ জুলাই ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে তা শেষ হবে। আর ঢাকায় তারুণ্যের ওই সমাবেশ ঘিরে সরকারকে বড় ধাক্বা দেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির।

বিএনপির হাইকমান্ড অতীত অভিজ্ঞতায় মনে করছে, সরকারবিরোধী চলমান আন্দোলন সফল করতে হলে রাজধানীতে বড় আন্দোলন গড়ে তুলতে হবে। সে কারণে ঘুরেফিরে ঢাকাকে টার্গেট করে কর্মসূচি দিচ্ছে দলটি। লক্ষ্যচূড়ান্ত আন্দোলন শুরুর আগে দলের ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সক্ষমতা যাচাই করা। এর অংশ হিসেবে ঈদের পর থেকে ঢাকায় একাধিক কর্মসূচি করেছে বিএনপি। দলটির হাইকমান্ডের মূল্যায়ন, হামলা-মামলা উপেক্ষা করে প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল সন্তোষজনক, যা সাংগঠনিক সক্ষমতারই প্রমাণ।

জানা গেছে, ঈদুল আজহার আগ পর্যন্ত থেমে থেমে কর্মসূচি থাকবে বিএনপির। তৃণমূল কেন্দ্রে ঘুরেফিরে কর্মসূচি পালিত হবে। আর ঈদের পর আন্দোলন ক্রমেই জোরালো হবে। তখন ঢাকামুখী কর্মসূচির দিকে যাবে দলটি। সেক্ষেত্রেচলো চলো ঢাকা চলো’, ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি আসবে। আর চূড়ান্ত পর্যায়ে গিয়ে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচিও আসতে পারে। দলটির সেই আন্দোলনের ব্যাপ্তিস্বল্প সময়েরহবে বলে নেতারা জানান।

এদিকেযৌথ ঘোষণাপত্র কর্মসূচি প্রণয়ন নিয়ে বিভিন্ন সময় বিএনপির সঙ্গে মতানৈক্য সৃষ্টি হলেও সরকারবিরোধী চলমান আন্দোলনে রাজপথে রয়েছেন যুগপতের শরিকরা। ঈদের পর থেকে যুগপৎ আন্দোলন বন্ধ থাকলেও যুগপতের ধারায় দলীয় ব্যানারে কর্মসূচি করছেন মিত্ররা। গণতন্ত্র মঞ্চ গত জুন থেকে জুন পর্যন্ত ঢাকা থেকে দিনাজপুর অভিমুখে রোডমার্চ করেছে। ছাড়া ওই রোডমার্চে বাধা হামলার প্রতিবাদে গত সোমবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ছয় দলীয় জোট। আর অসহনীয় লোডশেডিং এবং বিদ্যুৎ জ্বালানি সংকট সমাধানের দাবিতে ১৯ জুন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ করবে। ঈদুল আজহার পরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের কর্মসূচি দিতে পারে গণতন্ত্র মঞ্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X