কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সংস্কার নিয়ে জাতীয় স্বার্থে নমনীয় থাকবে এবি পার্টি : মঞ্জু 

ঐকমত‍্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক। ছবি : কালবেলা
ঐকমত‍্য কমিশনের সঙ্গে এবি পার্টির বৈঠক। ছবি : কালবেলা

জাতীয় ঐক্য ও একটি গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে নমনীয় অবস্থানে থাকবে বলে জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (০৭ এপ্রিল) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে দলের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সংবিধানের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নির্বাচনে প্রার্থীদের বয়সসীমা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং মেয়াদ, সংবিধান সংশোধনের নিয়ম, একই ব্যক্তির প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান পদে বহাল থাকাসহ দলের পক্ষ থেকে ইতিপূর্বে যে ৩২টি প্রস্তাবে দ্বিমত ও ২৬টি বিষয়ে আংশিক একমত পোষণ করা হয়েছিল তার ব্যাখ্যাসহ দলের মতামত বৈঠকে তুলে ধরা হয়। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন, সংসদ-বিচার বিষয়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত সংগঠক ব্যারিস্টার সানী আব্দুল হক দলের পক্ষ থেকে নীতিগত অবস্থান ব্যাখ্যা করেন। সংলাপ শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রিয়াজ ছাড়াও ঐকমত্য কমিশনের অন্য সদস্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার সভা সঞ্চালনা করেন। এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ্ আল মামুন (রানা), ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শাহাদাতুল্লাহ টুটুল, দলের শ্যাডো বিষয়ক কমিটির প্রধান ব্যারিস্টার আব্বাস ইসলাম খান ও নারী বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার প্রমুখ।

আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ২৯টি রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে পাঁচটি সংস্কার কমিশন যে প্রস্তাবনা তৈরি করেছিল তারই আলোকে ঐকমত্য তৈরির জন্য কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে ৪টি দলের সঙ্গে কমিশনের সংলাপ হয়েছে। ঈদের পর এবি পার্টিকে দিয়ে প্রথম সংলাপ শুরু হলো। তিনি এবি পার্টি নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আশা করা যায় সবার সহযোগিতায় আমরা আগামী জুলাইয়ের মধ্যে ঐকমত্য কমিশনের কাজ শেষ করতে পারব।

সংলাপে দুদক সংক্রান্ত আলোচনা সূত্রপাত করেন এ সংক্রান্ত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান। তিনি ন্যায়পাল বিষয়ক প্রস্তাবনার পক্ষে যুক্তি দিলে এবি পার্টি তাতে সম্মতি জানান। বিচার বিভাগ সংক্রান্ত প্রস্তাবের ব্যাপারে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে এবি পার্টির যে মতামত ছিল তা বিশ্লেষণ করে কমিশনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন কমিশন প্রধান। পুলিশ সংস্কার কমিশন কেন রাজনৈতিক দলগুলোর মতামত না নিয়ে সরাসরি ওয়েবসাইটে প্রাপ্ত নাগরিকের মতামত ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের মতামত নিয়েছে তা ব্যাখ্যা করেন সাবেক সচিব সফররাজ হোসেন। ড. আলী রিয়াজ সংবিধান ও নির্বাচন সংস্কার বিষয়ক প্রস্তাবগুলো নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ তুলে ধরেন। সার্বিক আলোচনার পর দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে এবি পার্টির যে ভিন্নমত ছিল তা প্রত্যাহার করা হয়। এছাড়াও সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন, এনসিসিতে প্রধান বিচারপতির অন্তর্ভুক্তিসহ বেশ কিছু বিষয়ে এবি পার্টি তার মতামত পুনর্বিবেচনায় একমত হওয়ার কথা জানান। তবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রাদেশিক ব্যবস্থা না রাখাসহ কয়েকটি বিষয়ে দলের দৃঢ় অবস্থান তুলে ধরা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

বিশেষ ছাড়ে জমজমাট ‘প্রাণ’ প্যাভিলিয়ন

ধর্মঘট প্রত্যাহারের পর সিলিন্ডারের দাম কত চান ব্যবসায়ীরা?

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক

গোপালগঞ্জের স্বতন্ত্র প্রার্থী শিমুল ঢাকায় আটক

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের খসড়া তৈরি : আসিফ নজরুল

মুক্তির অপেক্ষায় দক্ষিণী ৩ সিনেমা

রাত ১০টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

সিরিয়ায় কারফিউ, শহর ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

১০

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১১

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

১২

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৩

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

১৪

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

১৫

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

১৬

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

১৭

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

১৮

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১৯

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

২০
X