কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত’

গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং পরিশুদ্ধ-জনবান্ধব সমাজ প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে উত্তরা পূর্ব থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন। এছাড়াও দাওয়াতী গণসংযোগ পক্ষ উপলক্ষে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে লালমাটিয়া এলাকায় গণসংযোগ করা হয়।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। এ কথা ১০০তে ১শই প্রমাণ হয়েছে। আমাদের দেশ আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী পরিচালিত না হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন পুরো জাতিকে অক্টোপাশের মতো চেপে ধরেছিল। সে ধারাবাহিকতায় দেশে পাপাচার ও দূরাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। দেশ চলেছে ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে। পতিত সরকারের আমলে দেশে জনগণের জান-মালের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু আগস্ট বিপ্লবের পর ৭/৮ মাসে দেশের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের সমাজ-রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। তাই দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি সে কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সব শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে। মূলত, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোনো বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না। আর এমন ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান এবং পক্ষের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেলিম উদ্দিন বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জামায়াতের পরিচিত বিলি করেন, তাদের সহযোগী সদস্য ফরমফিলাপে নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই : আজকের নামাজের সময়সূচি

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে তালা দিলেন বৈষম্যবিরোধী নেতারা

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

১০

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

১১

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১২

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১৩

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১৪

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৫

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৬

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৭

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৮

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৯

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

২০
X