কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামায়াত’

গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত
গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে বক্তব্য রাখছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন, সৎ লোকের শাসন এবং পরিশুদ্ধ-জনবান্ধব সমাজ প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে রাজধানীতে কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে উত্তরা পূর্ব থানা জামায়াত আয়োজিত গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

থানা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আতিক হাসানের পরিচালনায় কর্মসূচিতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিন। এছাড়াও দাওয়াতী গণসংযোগ পক্ষ উপলক্ষে মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের নেতৃত্বে লালমাটিয়া এলাকায় গণসংযোগ করা হয়।

অন্যদিকে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াতের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।

সেলিম উদ্দিন বলেন, মানুষের তৈরি মতবাদ দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। এ কথা ১০০তে ১শই প্রমাণ হয়েছে। আমাদের দেশ আল্লাহর প্রদত্ত বিধান অনুযায়ী পরিচালিত না হওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। দেশে মানুষের অধিকার বলতে কিছু ছিল না। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, সুদ, ঘুষ, দুর্নীতি, অপশাসন ও দুঃশাসন পুরো জাতিকে অক্টোপাশের মতো চেপে ধরেছিল। সে ধারাবাহিকতায় দেশে পাপাচার ও দূরাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল। দেশ চলেছে ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে। পতিত সরকারের আমলে দেশে জনগণের জান-মালের কোনো নিরাপত্তা ছিল না। কিন্তু আগস্ট বিপ্লবের পর ৭/৮ মাসে দেশের সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু আমাদের সমাজ-রাষ্ট্রে ইসলামী বিধান প্রতিষ্ঠিত না থাকায় দেশে পুরোপুরি শান্তি ফিরে আসেনি। তাই দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করে গণমুখী সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

তিনি সে কাঙ্ক্ষিত সমাজ প্রতিষ্ঠায় প্রত্যেক মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, দেশে জামায়াতের দাওয়াতি পক্ষ চলছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং সব শ্রেণি ও পেশার মানুষের কাছে ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানো আমাদের কর্তব্য হয়ে পড়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার আবশ্যকতা, যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা প্রত্যেক মানুষের কাছে উপস্থাপন করা। দেশে সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হলে দেশ যে অপরাধ, পাপাচার ও দুর্নীতিমুক্ত হবে সে কথাও মানুষকে বোঝাতে হবে। মূলত, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যে সমাজে কোনো বৈষম্য, অন্যায় ও জুলুম থাকবে না। আর এমন ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত করতে পারলেই আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

তিনি দাওয়াতি পক্ষকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান এবং পক্ষের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেলিম উদ্দিন বিভিন্ন শ্রেণি, পেশার মানুষের মাঝে জামায়াতের পরিচিত বিলি করেন, তাদের সহযোগী সদস্য ফরমফিলাপে নেতৃত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১০

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১১

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১২

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৩

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৪

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

১৫

চট্টগ্রাম বন্দরে রেকর্ড অগ্রগতি, রাজস্ব বেড়েছে ৭.৫৫ শতাংশ

১৬

রাজনীতির নামে চাঁদাবাজি বরদাস্ত করা হবে না : রবিউল আলম

১৭

মঈন আলীর ঝলকে ঢাকাকে হারাল সিলেট

১৮

এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল

১৯

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

২০
X