কত নির্বাচন হলো, কত আন্দোলন হলো, মানুষ গুম হলো, খুন হলো, কেউ ফেরত এলো না। কিন্তু ছাত্র-জনতা যা করেছে, তা ইতিহাসে লেখা থাকবে। আমি তাদের প্রতি স্যালুট জানাই—এভাবেই বর্তমান সময়ের ছাত্র-জনতার আন্দোলনকে শ্রদ্ধা জানালেন বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
শনিবার (০৩ মে) রাত ৮টায় সাভারের বাড়ৈপাড়া আশার আলো যুবক সমিতির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সালাউদ্দিন বাবু আরও বলেন, আমরা অনেক কিছু করেও সরকারকে সরাতে পারিনি। কিন্তু এই ছাত্ররা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কীভাবে প্রতিবাদ করতে হয়। গণঅভ্যুত্থানে প্রাণ হারিয়েছে ১৫শ জন, আহত হয়েছে ১৫ হাজারের বেশি মানুষ। কেউ পঙ্গু হয়ে গেছে, কেউ আর কখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি নাহিদ হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আশুলিয়া থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী শান্ত ও অন্যান্য শিল্পীরা।
মন্তব্য করুন